TRENDING:

এক ক্লিকেই গাছ চিনুন, পেয়ে যান ঐতিহ্যের বোটানিক্যাল গার্ডেনের গাছের হদিশ

Last Updated:

শুধু আপনার স্মার্ট ফোন আর ইন্টারনেট যোগ থাকলেই হবে৷ তাহলেই মুঠো ফোনেই পেয়ে যাবেন সব হদিশ |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: মেহগনি গাছটা কোথায় ? কল্পতরু গাছটা দেখলে ভাল হত, কিন্তু কীভাবে যাব ? এই প্রশ্ন গুলো এতদিন ধরে করতেন হাওড়া শিবপুরের আচার্য জগদীশ চান্দ্রা বোস বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা পর্যটক ও ছাত্রছাত্রীরা| সেই খুঁজে বেড়ানোর দিন শেষ হতে চলছে | শুধু আপনার স্মার্ট ফোন আর ইন্টারনেট যোগ থাকলেই হবে৷ তাহলেই মুঠো ফোনেই পেয়ে যাবেন সব হদিশ | বি গার্ডেন কর্তৃপক্ষ আনতে চলছে BSI Apps |
advertisement

এই অ্যাপে আপনার  মোবাইলে থাকলেই যে গাছের খোঁজ করবেন সেই গাছ বাগানের কোথায় কোথায়, কত রকমের গাছ আছে তা এক ক্লিকেই জেনে যাবেন৷ শুধু তাই না, সেই গাছের কাছে কীভাবে পৌঁছবেন তার বিস্তারিত রাস্তাও আপনার আপনাকে দেখাবে এই অ্যাপে| GPS এর মাধ্যমে কোনও ব্যক্তির সাহায্য ছাড়াই পৌঁছেন যাবেন  আপনার গন্তব্য | ভারতে এই প্রথম এই ধরণের অ্যাপে আনতে চলছে বি গার্ডেন কর্তৃপক্ষ | এই অ্যাপের মাধ্যমে আপনি ভারতবর্ষের যে কোনও বোটানিক্যাল গার্ডেনে যাবেন সেই গার্ডেনের তথ্য পেয়ে যাবেন | বোটানিক্যাল গার্ডেন ছাড়াও দেশের কোথায় কোথায় কোন গাছ রয়েছে এবং গাছের বর্ণনাও পেয়ে যাবেন একটি টাচে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

গার্ডেন কর্তৃপক্ষের দাবি লকডাউন ও করোনা কালে গার্ডেন বন্ধ৷ সেক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়িতে বসেই বাগানের গাছের সম্বন্ধে খুঁটিনাটি জানতে পারবেন | গার্ডেন ছাড়াও সুন্দরবন সহ দেশের সব উদ্ভিদ জগৎকে চেনা ও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে | উদ্ভিদ বিজ্ঞান ও গাছের প্রতি মানুষের চাহিদা ও গুরুত্ব বাড়াতেই এই প্রযুক্তিগত মাধ্যম সবার কাছেই পৌঁছে দেওয়া হচ্ছে | এই অ্যাপ পেতে হলে গুগল প্লে স্টোরে BSI টাইপ করলেই মোবাইল বিনামূল্যেই চলে আসবে | সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যাপ আরও উন্নত করে তোলা হবে বলে জানিয়েছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ |

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক ক্লিকেই গাছ চিনুন, পেয়ে যান ঐতিহ্যের বোটানিক্যাল গার্ডেনের গাছের হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল