দু’দিনের টানা বৃষ্টিতে বরাত নেওয়া কালী প্রতিমার কাজ মাঝপথেই আটকে যায়। সময়মত উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দিতে না পারলে মহাবিপদ। পূর্ব বর্ধমানের কাটোয়ার খাজুরডিহি গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মৃৎশিল্পী অসীম পালের সাহায্যে এগিয়ে আসে প্রতিবেশী মুসলিম দম্পতি। মূর্তি গড়তে অসীমকে নিজেদের ঘর ছেড়ে দেন শেখ ফিরোজ ও আফরোজা খাতুন।
প্রাকৃতিক দুর্যোগে অসীম পালের সঙ্গে হাতে হাত লাগিয়ে প্রতিমাগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে যান ফিরোজ। খেলাচ্ছলে প্রতিমার গায়ে মাঝে মাঝেই রং-এর পোচ বুলিয়ে দিচ্ছে ফিরোজের চার বছরের ছোট্ট মেয়ে। কালী মূর্তির পাশে বসেই চলছে নমাজপাঠ।
advertisement
জাতিধর্মের উপরে উঠে অসীম পালের তৈরি কালীমূর্তি এবার সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে।
হেডার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2019 9:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল প্রতিমার রং, নিজেদের ঘর খুলে দিলেন কাটোয়ার মুসলিম দম্পতি