TRENDING:

বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল প্রতিমার রং, নিজেদের ঘর খুলে দিলেন কাটোয়ার মুসলিম দম্পতি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মুসলিম দম্পতির বাড়িতে তৈরি হচ্ছে কালী মূর্তি। একটা, দুটো নয়। আট, আটটা প্রতিমা একসঙ্গে তৈরি হচ্ছে শেখ ফিরোজ ও আফরোজা খাতুনের বাড়িতে। বৃষ্টিতে বেহাল প্রতিবেশী মৃৎশিল্পী অসীম পালকে মূর্তি তৈরির জন্য নিজেদের ঘর ছেড়ে দিয়ে সম্প্রীতির নজির গড়লেন কাটোয়ার মুসলিম দম্পতি।
advertisement

দু’দিনের টানা বৃষ্টিতে বরাত নেওয়া কালী প্রতিমার কাজ মাঝপথেই আটকে যায়। সময়মত উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দিতে না পারলে মহাবিপদ। পূর্ব বর্ধমানের কাটোয়ার খাজুরডিহি গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা মৃৎশিল্পী অসীম পালের সাহায্যে এগিয়ে আসে প্রতিবেশী মুসলিম দম্পতি। মূর্তি গড়তে অসীমকে নিজেদের ঘর ছেড়ে দেন শেখ ফিরোজ ও আফরোজা খাতুন।

প্রাকৃতিক দুর্যোগে অসীম পালের সঙ্গে হাতে হাত লাগিয়ে প্রতিমাগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে যান ফিরোজ। খেলাচ্ছলে প্রতিমার গায়ে মাঝে মাঝেই রং-এর পোচ বুলিয়ে দিচ্ছে ফিরোজের চার বছরের ছোট্ট মেয়ে। কালী মূর্তির পাশে বসেই চলছে নমাজপাঠ।

advertisement

জাতিধর্মের উপরে উঠে অসীম পালের তৈরি কালীমূর্তি এবার সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হেডার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল প্রতিমার রং, নিজেদের ঘর খুলে দিলেন কাটোয়ার মুসলিম দম্পতি