আরও পড়ুনঃ ১৯ অক্টোবর, ২০২৫- কেমন যাবে আজকের প্রেমজীবন, জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
বিরোধী দলনেতাকে ‘গো ব্যাক’ স্লোগান মহিলাদের। মথুরাপুরে কালীপুজোর উদ্বোধনে যাওয়ার পথে মন্দিরবাজারে বিক্ষোভ। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের। তৃণমূল নেত্রী রেখা কাজির নেতৃত্বে বিক্ষোভের অভিযোগ।
advertisement
এক মহিলা বলেন, “আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছি। ওঁর কাছে জবাব চাইছি কেন একশো দিনের টাকা বন্ধ করা হয়েছে, কেন আবাস যোজনার টাকা বন্ধ করা হয়েছে?” যদিও, শুভেন্দু বলেছেন, “এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান।পার্টিতে ভোট দাও একথা বলতে আসিনি। দলের ঝান্ডা নিয়ে আসিনি। আমায় রাস্তার উপর আটকানো চেষ্টা করছে। গাড়িতে ধাক্কা মারছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজ বিজেপি করতে আসিনি। আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম। মায়ের দর্শণ করতে এসেছি।”