Kali Puja: জিয়াগঞ্জে জমজমাট আমাইপাড়া কালী মন্দিরের পুজো, ঢল নেমেছে ভক্তদের
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জমজমাট আমাইপাড়া বুড়ি মা কালীপুজো। মুর্শিদাবাদের প্রাচীন কালী মন্দির জিয়াগঞ্জে অবস্থিত আমাইপাড়া কালী মন্দির
advertisement
1/5

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জমজমাট আমাইপাড়া বুড়ি মা কালীপুজো। মুর্শিদাবাদের প্রাচীন কালী মন্দির জিয়াগঞ্জে অবস্থিত আমাইপাড়া কালী মন্দির।
advertisement
2/5
আজও পুরনো প্রথা মেনেই হয়ে আসছে জিয়াগঞ্জের আমাইপাড়া বুড়িকালী মাতা ঠাকুরাণীর পুজো। মন্দিরে চলে দৈনন্দিন পুজো,অমাবস্যা ও বিশেষ পূর্ণিমাতেও পুজো অনুষ্ঠিত হয়।
advertisement
3/5
আমাইপাড়া বুড়ি কালীর পুজো ঠিক কত বছর আগে শুরু হয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট কোনও নথি নেই। একটা সময় আমাইপাড়া অঞ্চল জঙ্গলে ভর্তি ছিল। কথিত আছে, ওই সময় এক পরিব্রাজক জঙ্গলে সাধনায় বসেন। ধ্যান ভাঙার পর যখন তিনি সেই স্থান ত্যাগ করেন,তখন আশপাশের কয়েকটি পরিবারকে কিছু কথা বলে যান।
advertisement
4/5
কথিত আছে, পরিব্রাজক নাকি স্থানীয়দের বলেন,'' এই স্থান কোনও সাধারণ স্থান নয়। এই জায়গার লালন পালন কর।'' কথিত রয়েছে, তার পর ওই স্থানে এসে কালীপুজো শুরু করে রঘু ডাকাত।
advertisement
5/5
সারা বছর মন্দিরে বুড়ি কালীর মৃন্ময়ী প্রতিমা থাকে। সারা বছর শনি ও মঙ্গলবার জেলা তো বটেই, জেলার বাইরে থেকেও লোকজন আসে পুজো দিতে।"।