TRENDING:

Jaynagar murder verdict: জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা! ৬২ দিনেই নৃশংস নির্যাতনের শাস্তি দিল আদালত

Last Updated:

গত ৪ অক্টোবর জয়নগরে এক নাবালিকা বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়৷ পরে একটি ক্ষেতের আল থেকে উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল আদালত৷ গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর এ দিন ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক৷ অভিযুক্তের ফাঁসির সাজা চেয়েই সওয়াল করেছিলেন বিশেষ সরকারি আইনজীবী৷
News18
News18
advertisement

এই ঘটনার তদন্তে শুরু থেকেই তৎপর ছিল পুলিশ৷ ঘটনার ২৬ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা করে রাজ্য পুলিশের গঠিত বিশেষ তদন্তকারী দল৷ ৬৩ দিনের মাথায় অভিযুক্তে মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত৷

আরও পড়ুন: অভিনব কায়দায় প্রতারণা, কলকাতায় গ্রেফতার ৩ জুনিয়র চিকিৎসক-সহ চার! যা কাণ্ড ঘটেছে, জানলে শিউরে উঠবেন

advertisement

গত ৪ অক্টোবর জয়নগরে এক নাবালিকা বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়৷ পরে একটি ক্ষেতের আল থেকে উদ্ধার হয় তার ক্ষত বিক্ষত দেহ৷ ধর্ষণ এবং খুনের অভিযোগে ঘটনার দিন রাতেই মুস্তাকিন সর্দারকে গ্রেফতার করে পুলিশ৷ দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অভিযুক্তের ফাঁসির সাজার পক্ষে সওয়াল করে এ দিন সরকারি আইনজীবী বলেন, সরকারি আইনজীবী আরও বলেন, স‍্যার আপনি যদি ভাববেন এই অভিযুক্তকে সুযোগ দেওয়া যায়, সংশোধনের সুযোগ দেওয়া যায়, আমি ভাবছি দেওয়া যায় না । কারণ আজও ওর কোনও অনুতাপ নেই। এটা পরিকল্পনা করে খুন। এটা হঠাৎ করে খুন নয়। সাইকেলে তুলে নির্জন জায়গায় গিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে খুন করে জলে ফেলে দিল। কোনও অনুতাপ নেই অভিযুক্তর। বলছে প্রেম করতে নিয়ে এসেছিলাম৷ এই নাবালিকা ক্লাস নাইনে পড়ত। ক্লাসে প্রথম হতো। ভারতবর্ষের একজন প্রতিভাবান নাগরিক হতে পারত। মেয়েটি ডাক্তার হতে পারত, উকিল হতে পারত। বাবা মায়ের একমাত্র মেয়ে। ফুলের মতও জীবনকে মেরে ফেলা হল। শেষ করে দেওয়া হল। এটা ক্লোজ ব্লাডেড মার্ডার। এখানে ফাঁসিই সর্বোচ্চ সাজা হতে পারে। আপনার কলমের মাধ্যমে যে জাজমেন্ট বেরিয়ে আসছে সকলে সেই দিকে তাকিয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar murder verdict: জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসির সাজা! ৬২ দিনেই নৃশংস নির্যাতনের শাস্তি দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল