Bangla News: অভিনব কায়দায় প্রতারণা, কলকাতায় গ্রেফতার ৩ জুনিয়র চিকিৎসক-সহ চার! যা কাণ্ড ঘটেছে, জানলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Bangla News: অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে গ্রেফতার এক তরুণী-সহ চার জন। ধৃতদের তিনজন জুনিয়র চিকিৎসক।
কলকাতা: অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে গ্রেফতার এক তরুণী-সহ চার জন। ধৃতদের তিনজন জুনিয়র চিকিৎসক। গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এদের মধ্যে তিনজন হোমিওপ্যাথি কলেজের জুনিয়র ডাক্তার, এমনটাই পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের একটি শপিং মলে এই চারজন যায়। সেখানে গিয়ে ৱ্যাকে যে জামাকাপড় ঝোলানো থাকে সেই কাপড়ের প্রাইস ট্যাগ তুলে দিয়ে নতুন স্টিকার লাগিয়ে দিত। এর পর সেই কাপড় নিয়ে কাউন্টারে দিয়ে কম দামে জামা কিনত।
আরও পড়ুন: বাড-কাঠি দিয়ে কানে খোঁচাখুঁচি না করে এই একটি কাজ করুন, হড়হড়িয়ে বেরিয়ে আসবে ময়লা!
গতকাল সল্টলেকের একটি শপিং মলে গিয়ে একই পদ্ধতি অবলম্বন করে যখন কাউন্টারে বিল করাতে যায় সেই সময় বিলিং সেকশনের কর্মীদের সন্দেহ হয়। তাঁরা দেখেন যে জামাকাপড় তাঁরা নিয়ে এসেছেন তাঁর দাম যা ছিল তার থেকে অনেক কম দাম দেখাচ্ছে। তখনই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এবং তাদের আটকে রেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।
advertisement
advertisement
আরও পড়ুন: ভিটামিন ডি-এর অভাব দূর করতে ওষুধ খান? মাত্রাছাড়া খেলে মৃত্যুও হতে পারে! কতটা খাবেন জানুন
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই পুরো বিষয়টি সামনে চলে আসে। এরপরেই বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদেরকে আটক করার পর তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিধাননগর মহাকুম আদালতে তোলা হবে ধৃতদের।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 2:08 PM IST