জঙ্গলমহলের সবুজ শাল জঙ্গল ও ঢেউ খেলানো পাহাড়ের টানে অরণ্যসুন্দরী ঝাড়গ্রামের পর্যটকের ভিড় নামে শীতের সময়। আর এই মরশুমে বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে বেরিয়ে রয়েছে পাথর । কোথাও আবার বড় বড় গর্ত। ফলে বেড়াতে আসা পর্যটকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কাঁকড়াঝোড় ঢোকার মুখে একটি খালের উপর কজওয়েটির কিছুটা অংশ ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে । একটু ভুল হলেই ঘটতে পারে বড় বিপদ। কাঁকড়াঝোড়ে স্থানীয় যে সমস্ত ব্যক্তিরা পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দাবি যত দ্রুত বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তার সংস্কার করতে হবে।
advertisement
কাঁকড়াঝোড়ের বাসিন্দা প্রদীপ মাহাতো বলেন, “ঝাড়গ্রামে যে সমস্ত পর্যটক বেড়ানোর জন্য আসেন তাঁদের বেড়ানোর সেরা ঠিকানা কাঁকড়াঝোড়। কিন্তু দীর্ঘদিন ধরে বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার পথ বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা খারাপ থাকার কারণে অনেক পর্যটক এই রাস্তায় আসতে চাইছেন না। ফলে আমাদের ঠিকমতো উপার্জন হচ্ছে না। কেবলমাত্র পর্যটকও নয়, এই রাস্তার উপর যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামের বাসিন্দারাও সমস্যায় রয়েছেন। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার করা হোক”। পর্যটনের কথা মাথায় রেখে এই ব্যবসার সঙ্গে যুক্ত ও সাধারণ মানুষের দাবি একটাই দ্রুত সংস্কার করা হোক বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তা।