পুজোর উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। চন্দ্রকোনা বিধায়ক অরূপ ধাড়া জানান, পুজোর চারদিন নানা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসেছে মিলন মেলাও।
আরও পড়ুন : গভীর রাতে বাড়ি ফেরার সময় অঘটন! প্রাণ গেল পুরুলিয়ার সিভিক ভলেন্টিয়ারের, কীভাবে ঘটল জানুন
advertisement
জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছেন স্থানীয় মানুষজন। উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, তাদের এই মণ্ডপে ব্যাপকমাত্রায় জনসমাগম হবে। বৃষ্টির কারণে মানুষের বাইরে বেরোতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আকাশ পরিস্কার হয়ে গেলেই দুর্গাপুজো, কালীপুজোর মতো জগদ্ধাত্রী পুজোয় আনন্দে মেতে উঠবেন সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে মণ্ডপ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে প্রশাসন ও উদ্যোক্তাদের। সবমিলিয়ে মানুষজন যাতে জগদ্ধাত্রী পুজোর আনন্দে সমানভাবে সামিল হতে পারেন, সেই প্রচেষ্টা করা হয়েছে। পুজোর সঙ্গে মেলা দর্শনার্থীদের কাছে বাড়তি পাওনা হয়ে উঠেছে।
