সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার মুহূর্তের ভিডিও। যেখানে দেখা গিয়েছে হার হিম করা দৃশ্য। ঘটনাটি ঘটে বিরা স্টেশনের ১ নম্বর লাইনে। বারাসাত-বনগাঁ শাখার আপ ট্রেনটি বনগাঁর দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে এক বৃদ্ধা যাত্রী অসাবধানতাবশত দ্রুত লাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেন আসছে দেখে, কিছুটা আতঙ্কগ্রস্থ হয়ে দ্রুত পার হতে গিয়েই হোচট খান। তখনই লাইনে পড়ে যান।
advertisement
আরও পড়ুন: বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই ২২ গজে তাণ্ডব চালালেন ঈশান কিষাণ! ভেঙে দিলেন বৈভবের রেকর্ড
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে চলেছে দেখেই, বিন্দুমাত্র সময় না করে নিজের জীবনকে বাজি রেখে ওই বৃদ্ধাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সৌমেন গঙ্গোপাধ্যায়। ট্রেনটি চলে যাওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি বৃদ্ধা যাত্রীকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হন। তাঁর তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান ওই বৃদ্ধা যাত্রী। এই নিঃস্বার্থ সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা, সৌমেন গঙ্গোপাধ্যায়কে সাহসিকতা পুরস্কারে সম্মানিত করেন।
আরও পড়ুন: এবার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সর্বকালের রেকর্ড ভাঙলেন বৈভব! ইতিহাস ১৪ বছরের তারকার
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম বলেন, “ওই রেলকর্মীর ক্ষিপ্রতা এবং সাহসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। এই ধরনের কর্মচারীরাই ভারতীয় রেলওয়ের প্রকৃত গর্ব। ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যেও প্রশংসার ঝড় উঠেছে”। সকলেই একবাক্যে স্বীকার করেছেন, সময়মতো ওই পয়েন্টম্যান ঝাঁপিয়ে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সাহস, মানবিকতা ও কর্তব্যবোধের এমন উদাহরণ নিঃসন্দেহে বিরল। সোশ্যাল মিডিয়াতেও রেল কর্মীর এই প্রাণ বাঁচানোর কথা হয়েছে ভাইরাল।
