অনেক আগেই ট্রেনে ভিড় উপচে পড়েছে জেনেও নন্দকুমার স্টেশনে যাত্রীদের কেন টিকিট বিক্রি করা হল, এই প্রশ্ন তুলে স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে স্টেশনে রেল পুলিশ এলেও যাত্রীদের ক্ষোভ কমছে না। দমবন্ধ করা এই গরমে বাধ্য হয়েই ট্রেনছুট যাত্রীদের অপেক্ষা করতে হল স্টেশন চত্বরে।
advertisement
দিঘাগামী লোকাল ট্রেনটি বাদুড় ঝোলা হয়েই ঢোকে এই নন্দকুমার স্টেশনে। যার ফলে নন্দকুমার স্টেশনে টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি প্রচুর মানুষ। তাদের অভিযোগ, আগের স্টেশন গুলিতেই ট্রেন ভর্তি জেনেও টিকিট দিলেন কেন?
তাদের বক্তব্য, টিকিট না কাটলে ফাইন করা হয়। টিকিট কাটার পর ট্রেন না দিলে রেলের কী ব্যবস্থা হওয়া উচিত, স্টেশন মাস্টারই বলুক। প্রতিবাদে ক্ষুব্ধ ট্রেন যাত্রীরা দফায় দফায় বিক্ষোভ দেখান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 3:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: 'আগেই জানতেন, তাও টিকিট দিলেন কেন?' দিঘার ট্রেনে এ কী কাণ্ড! দেখেই শিউরে উঠল মানুষ! 'কাঠগড়ায়' স্টেশন মাস্টার