আসানসোলের বরাকরের বাসিন্দা অভিষেক মোদক। ০.১ সেন্টিমিটার টুথপিকে জাতীয় পতাকা এঁকে নজির গড়েছেন অভিষেক। এর আগে কৃষক আন্দোলনের সময় দেশের অসংখ্য কৃষক যখন দিল্লি অভিযানে নেমেছিলেন তখন চালের উপর জাতীয় পতাকা আঁকেন। জ্বরের ওষুধের উপর নেতাজি সুভাষচন্দ্র বসু, চকের জগন্নাথ এমন বহু কীর্তি আছে এই তরুণের।এমনকি এর আগে পেন্সিলের মধ্যেও জাতীয় পতাকা এঁকেছিলেন। পড়াশুনার পাশাপাশি এইভাবেই নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে চলেছেন।
advertisement
আরও পড়ুন: গভীর সমুদ্রে ট্রলার থেকে পড়ে নিখোঁজ মৎস্যজীবী!
কিন্তু টুথপিকের মতো এতটা ক্ষুদ্র জিনিসে জাতীয় পতাকা এই প্রথম আঁকলেন। এটি তৈরি করতে ৩০ মিনিটের মতো সময় লেগেছে অভিষেক মোদকের। এমন অনন্য কীর্তি প্রসঙ্গে তিনি বলেন, দেশাত্মবোধের অনুপ্রেরণায় বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করি। সেই থেকেই এইটা বানিয়ে ফেলা। আগামীদিনে অভিষেকের ইচ্ছে সাড়া ফেলা আরও কিছু তৈরি করা। তিনি এমন কিছু করতে চান যাতে গিনিস বুক অফ রেকর্ডসে তাঁর নাম ওঠে। তিনি জানান, কারোর কাছে হাতের কাজ শেখেননি। নিজের ইচ্ছেতে নতুন কিছু করার তাগিদে এই চেষ্টা করেন। ভবিষ্যতেও এই প্রয়াস চালিয়ে যাবেন।