TRENDING:

Independence Day 2023: সর্ব ধর্ম সমন্বয়...হিন্দু-মুসলমান-শিখ-জৈন হাতে-হাত ধরে উত্তোলন করলেন ৭৬টি জাতীয় পতাকা

Last Updated:

৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা 'উড়ান'। একসঙ্গে উড়ল ৭৬ টি ভারতের জাতীয় পতাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে অভিনব উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘উড়ান’। একসঙ্গে উড়ল ৭৬ টি ভারতের জাতীয় পতাকা। প্রকৃতই সর্ব ধর্ম সমন্বয়…একসঙ্গে হাতে হাত মিলিয়ে পতাকা উত্তোলন করলেন  হিন্দু, মুসলমান, শিখ, জৈন-সহ নানা ধর্মের মানুষ। মঙ্গলবার বর্ধমানের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনিতে এই কর্মসূচি পালিত হয়।
advertisement

উদ্যোক্তারা বলেন, ” আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা বিপ্লবী রাসবিহারী বসুর  জন্মস্থান পূর্ব বর্ধমান। ভগৎ সিং-এর ছায়াসঙ্গী ভারত কাঁপানো বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মস্থানও এই পূর্ব বর্ধমান। স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা ছিল অবিভক্ত বর্ধমান জেলার। দেশ জুড়ে বিপ্লবীদের আত্মত্যাগের কথা আমরা কোনওদিনই ভুলব না। তাঁদের সম্মান জানাতেই একসঙ্গে ৭৬টি পতাকা উত্তোলনের নতুন ইতিহাস রচনা করা হল।”

advertisement

অন্যদিকে, তিনশ ফুট দীর্ঘ তিরঙ্গা পতাকা নিয়ে শহর পরিক্রমা করে ৭৭ তম স্বাধীনতা দিবস  উদযাপন করল কাটোয়ার ‘আরম্ভ’ নামে একটি বেসরকারি  সংস্থা। সংস্থার সদস্যরা এদিন ৭৭তম স্বাধীনতা  দিবসের  তাৎপর্য ও গুরুত্বকে স্মরণেরাখতে পথচলতি মানুষকে গাছ লাগানোর আবেদন জানান।  ৩০০ ফুটের তিরঙ্গা  যাত্রা দেখতে রাস্তার দুধারে বহু মানুষ  ভিড় জমান। মঙ্গলবার বেলা সাড়ে দশটা নাগাদ কাটোয়ার নিয়ন্ত্রিত বাজার কমিটির মাঠ থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয়। ‘আরম্ভ ‘সংস্থার কয়েকশ সদস্য তিরঙ্গা পতাকা  কাঁধে নিয়ে বাসস্ট্যাণ্ড হয়ে কাছারি রোড দিয়ে কাটোয়া শহরের কয়েক কিমি পথ পরিক্রমা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পাশাপাশি, ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দু হাজার একশো বর্গ মিটারের বিশাল জাতীয় পতাকা নিয়ে বর্ধমান শহর পরিক্রমা হল। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগ নেয়। বর্ধমানের টাউনহল থেকে বীরহাটা হয়ে রেল স্টেশন পর্যন্ত পরিক্রমা হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Independence Day 2023: সর্ব ধর্ম সমন্বয়...হিন্দু-মুসলমান-শিখ-জৈন হাতে-হাত ধরে উত্তোলন করলেন ৭৬টি জাতীয় পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল