TRENDING:

ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে আটকে বীরভূমের অরিত্র! তাঁর পরিবারের অবস্থা জানলে চমকে উঠবেন

Last Updated:

ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েলের তেল হাবিবে আটকে পড়েছেন মল্লারপুরের লেফটেন্যান্ট অরিত্র সিনহা!

advertisement
বীরভূম: ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইজরায়েলের হামলা, আর তার জবাবে ইজরায়েলে ইরানের পাল্টা বিমান হামলার মধ্য দিয়ে এবারের সংঘাতের শুরু হয়।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এই  ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে আটকে বীরভূমের অরিত্র!
advertisement

আর এই অরিত্র জন্য উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার। ইরান ও ইজরায়েলের চলমান সংঘর্ষে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ।দুই দেশের ছোঁড়া মিসাইল ও বোমার আঘাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ইজরায়েলের বিভিন্ন এলাকায়। সেই আতঙ্কের আঁচ এসে পৌঁছেছে বীরভূমের মল্লারপুরে।কারণ, ইজরায়েলের যুদ্ধবিধ্বস্ত তেল হাবিব এলাকাতেই রয়েছেন মল্লারপুরের বাসিন্দা জয়শঙ্কর সিনহা ও অনিমা সিনহার বড় ছেলে অরিত্র সিনহা।অরিত্র ভারতীয় নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট।

advertisement

পুরী এক্সপ্রেস থেকে নামলেন ২ যাত্রী, হাতে ইয়া বড় দুটো ব্যাগ! GRP এসে বলল ‘ব্যাগে কী?’ নার্ভাস হয়ে গেলেন দুজনে

সাপের নতুন ‘শত্রু’ খুঁজে পেলেন বিজ্ঞানীরা, এবার ঘরের কাছেও ঘেঁষবে না সাপ! করতে হবে শুধু এই ছোট্ট কাজ!

প্রশিক্ষণের জন্য গত ৩ মে তাকে পাঠানো হয়েছিল তেল হাবিবে।আগামী ২০ জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেরে বাতিল হয়েছে তার বিমানের টিকিট।ফলে ঠিক কবে তিনি ফিরতে পারবেন, তা এখনও অনিশ্চিত।পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠা কমছে না সিনহা পরিবারের।

advertisement

টিভির পর্দায় যুদ্ধের দৃশ্য দেখলেই আতঙ্কে কেঁপে উঠছেন তাঁরা।প্রতিটি মুহূর্ত কাটছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে—যুদ্ধ থামুক, এবং নিরাপদে ঘরে ফিরুক তাদের সন্তান।বর্তমানে অরিত্র নিরাপদে রয়েছেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন,তবে যুদ্ধ পরিস্থিতির যেকোনও সময় বদলে যেতে পারে এই আশঙ্কাই তাড়া করে বেড়াচ্ছে মল্লারপুরের সিনহা পরিবারকে। মল্লারপুরে এলাকার বাসিন্দা তথা পরিবারের সদস্যরা চাইছেন ঘরের ছেলে খুব শীঘ্রই ঘরে ফিরে আসুক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সিঁথিতে উঠল সিঁদুর, ২৮ জোড়া নব দম্পতির নতুন সংসারের সব গুছিয়ে দিলেন উদ্যোক্তারা
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইরান-ইজরায়েল যুদ্ধ আবহে আটকে বীরভূমের অরিত্র! তাঁর পরিবারের অবস্থা জানলে চমকে উঠবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল