আর এই অরিত্র জন্য উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার। ইরান ও ইজরায়েলের চলমান সংঘর্ষে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ।দুই দেশের ছোঁড়া মিসাইল ও বোমার আঘাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ইজরায়েলের বিভিন্ন এলাকায়। সেই আতঙ্কের আঁচ এসে পৌঁছেছে বীরভূমের মল্লারপুরে।কারণ, ইজরায়েলের যুদ্ধবিধ্বস্ত তেল হাবিব এলাকাতেই রয়েছেন মল্লারপুরের বাসিন্দা জয়শঙ্কর সিনহা ও অনিমা সিনহার বড় ছেলে অরিত্র সিনহা।অরিত্র ভারতীয় নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট।
advertisement
প্রশিক্ষণের জন্য গত ৩ মে তাকে পাঠানো হয়েছিল তেল হাবিবে।আগামী ২০ জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেরে বাতিল হয়েছে তার বিমানের টিকিট।ফলে ঠিক কবে তিনি ফিরতে পারবেন, তা এখনও অনিশ্চিত।পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠা কমছে না সিনহা পরিবারের।
টিভির পর্দায় যুদ্ধের দৃশ্য দেখলেই আতঙ্কে কেঁপে উঠছেন তাঁরা।প্রতিটি মুহূর্ত কাটছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে—যুদ্ধ থামুক, এবং নিরাপদে ঘরে ফিরুক তাদের সন্তান।বর্তমানে অরিত্র নিরাপদে রয়েছেন বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন,তবে যুদ্ধ পরিস্থিতির যেকোনও সময় বদলে যেতে পারে এই আশঙ্কাই তাড়া করে বেড়াচ্ছে মল্লারপুরের সিনহা পরিবারকে। মল্লারপুরে এলাকার বাসিন্দা তথা পরিবারের সদস্যরা চাইছেন ঘরের ছেলে খুব শীঘ্রই ঘরে ফিরে আসুক।
সৌভিক রায়