ঋতম মণ্ডল নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করল খড়গপুর টাউন থানার পুলিশ। ঋতম খড়গপুর আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বছরের ছাত্র। জানা গিয়েছে, গত সাতমাসে এই নিয়ে মোট চারজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।
advertisement
২১ বছরের ঋতম চতুর্থ বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। থাকতেন আইআইটি ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ (আরপি) হলের ২০৩ নম্বর ঘরে। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ঋতম কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, সকালবেলা দরজা না খোলায় বন্ধুবান্ধবরা গেটে ধাক্কা দেয়। তারপরেও গেট না খুললে ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়। ম্যানেজার পুলিশকে ডেকে যখন দরজা খোলে, তখন ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঋতম মণ্ডলের বাবা উত্তম কুমার মণ্ডলকে ইতিমধ্যে ফোন করে সমস্ত বিষয় জানিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ। পরিবার খড়গপুর যাচ্ছে।
শঙ্কর রাই