এ দিন সকাল থেকেই ক্রমাগত একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে৷ দেখা যায়, উত্তম সর্দার ও শিবু হাজরা, শেখ শাহজাহানের দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করা নিয়ে আন্দোলনে নেমে পড়েন এলাকার সাধারণ মানুষ৷ বিভিন্ন গ্রাম থেকে মহিলারা এসে হাজির হন৷ তাঁরা দাবি করতে থাকেন, তাঁদের যে জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই জমি ফেরাতে হবে৷ সেই নিয়ে গ্রাম থেকে দীর্ঘ মিছিল করে মহিলারা আসতে থাকেন৷ আর তাতেই ঝামেলা বাড়তে থাকে৷
advertisement
এর পর একের পর মিছিল এসে হাজির হয় ত্রিমেনী বাজারে৷ আর সেখানেই ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনাস্থলে এসডিপিও হাজির হন৷ তিনি আন্দোলনকারীদের বাড়ি ফিরে যেতে বলেন৷ পুলিশের তরফ থেকেও একাধিক বার বলা হয়, অপরাধীদের গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের আইনি পথে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়৷ তাতেও বিশেষ লাভ হয়নি৷ মহিলারা জানিয়ে দেন, তাঁরা ফিরবেন না৷ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷
বেলা দু’টো নাগাদ খবর পাওয়া যায়, আরও সংখ্যায় অধীক মহিলারা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এসে বসে পড়েন৷ তাঁরা বলেন, যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেফতার করা হচ্ছে, তাঁরাও নড়বেন না৷ আন্দোলন চালিয়ে যাবেন৷