TRENDING:

Sandeshkhali Protest: উত্তপ্ত সন্দেশখালি! দফায়, দফায় মিছিল, লাঠি নিয়ে মিছিল মহিলাদের, পুলিশের সঙ্গে বচসা

Last Updated:

Sandeshkhali Protest: উত্তম সাঁতরা ও শিবু হাজরা, শেখ শাহজাহের দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করা নিয়ে আন্দোলনে নেমে পড়েন এলাকার সাধারণ মানুষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি: অশান্তি কমছেই না সন্দেশখালিতে৷ বারংবার একের পর অশান্তি ছড়াচ্ছে৷ বুধবার রাতে একাধিক পল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল৷ এ বার নতুন করে অশান্তি ছড়াল সকাল থেকে৷ দফায় দফায় মিছিলে উত্তপ্ত হয়ে রইল এলাকা৷ মুল লক্ষ্য শেখ শাহজাহান৷ দীর্ঘদিন ধরেই শেখ শাহজাহান ফেরার৷ সব মিলিয়ে একাধিক প্রশ্নে ঝামেলা তৈরি হয়৷
advertisement

এ দিন সকাল থেকেই ক্রমাগত একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে৷ দেখা যায়, উত্তম সর্দার ও শিবু হাজরা, শেখ শাহজাহানের দুই ঘনিষ্ঠকে গ্রেফতার করা নিয়ে আন্দোলনে নেমে পড়েন এলাকার সাধারণ মানুষ৷ বিভিন্ন গ্রাম থেকে মহিলারা এসে হাজির হন৷ তাঁরা দাবি করতে থাকেন, তাঁদের যে জমি কেড়ে নেওয়া হয়েছে, সেই জমি ফেরাতে হবে৷ সেই নিয়ে গ্রাম থেকে দীর্ঘ মিছিল করে মহিলারা আসতে থাকেন৷ আর তাতেই ঝামেলা বাড়তে থাকে৷

advertisement

এর পর একের পর মিছিল এসে হাজির হয় ত্রিমেনী বাজারে৷ আর সেখানেই ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ঘটনাস্থলে এসডিপিও হাজির হন৷ তিনি আন্দোলনকারীদের বাড়ি ফিরে যেতে বলেন৷ পুলিশের তরফ থেকেও একাধিক বার বলা হয়, অপরাধীদের গ্রেফতার করা হয়েছে৷ তাঁদের আইনি পথে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়৷ তাতেও বিশেষ লাভ হয়নি৷ মহিলারা জানিয়ে দেন, তাঁরা ফিরবেন না৷ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেলা দু’টো নাগাদ খবর পাওয়া যায়, আরও সংখ্যায় অধীক মহিলারা থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এসে বসে পড়েন৷ তাঁরা বলেন, যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেফতার করা হচ্ছে, তাঁরাও নড়বেন না৷ আন্দোলন চালিয়ে যাবেন৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Protest: উত্তপ্ত সন্দেশখালি! দফায়, দফায় মিছিল, লাঠি নিয়ে মিছিল মহিলাদের, পুলিশের সঙ্গে বচসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল