সরস্বতী পুজোর পঞ্চমীতে বাঁশ পুজো দিয়ে মূর্তির কাঠামো তৈরি শুরু হয়। রামনবমীতে মূর্তি পুজো শুরু হয়। সেই থেকে শ্রাবণ মাসের শেষ রবিবারের আগের দিন পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার মাস নিয়ম মেনে পুজো হয় এখানে। রামনবমী এবং নিরঞ্জনের দিন সর্বাধিক ভক্ত সমাগম ঘটে। রামনবমী ছাড়াও বাকি ৪ মাস এখানে শ্রী রামচন্দ্রের আরাধনা হয়। পুজো এবং ভক্ত সমাগম কেন্দ্র করে মেলা আসর থাকে রামরাজাতলায়। সারা বাংলার ঐতিহ্যবাহী মেলার মধ্যে অন্যতম হল এই রামরাজাতলার মেলা। প্রতিদিন সকাল ৬ টা থেকে শুরু হয় পুজো। নিয়ম মেনে পুজো হোম আরতি এবং রাত্রে শয়ান অনুষ্ঠিত হয়। শ্রী রামচন্দ্রকে পুজোর অর্ঘ্য হিসাবে নির্দিষ্ট নিয়মবিধি না থাকলেও অধিকাংশ ভক্ত নিজের পছন্দের পুজোর নানা অর্ঘ্যর সঙ্গে রামচন্দ্রের প্রিয় সাদা পদ্ম এবং সীতার পছন্দের লাল পদ্ম দিয়ে পুজো দিয়ে থাকেন।
advertisement
এ প্রসঙ্গে পুরোহিত দীননাথ ভট্টাচার্য জানান, রাম নবমীর দিন থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার মাস রামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হয়।