TRENDING:

Howrah News: রবিবারের সকালে জোড়া দুর্ঘটনা, রবীন্দ্র সরোবরের পর ডুমুরজোলা স্টেডিয়ামের ঝিলেও জলে ডুবে মৃত্যু কিশোরের

Last Updated:

রবিবার সকালেই কলকাতার রবীন্দ্র সরোবরে জলে ডুবে মৃত্যু হয় এক কিশোরের! এদিনই ঘটে যায় আর একটি মর্মান্তিক ঘটনা, জলে ডুবে মৃত্যু হয় আরও এক কিশোরের। ডুমুরজোলা স্টেডিয়ামের ঝিলে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ হারান এক কিশোর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার সকালেই কলকাতার রবীন্দ্র সরোবরে জলে ডুবে মৃত্যু হয় এক কিশোরের! এদিনই ঘটে যায় আর একটি মর্মান্তিক ঘটনা, জলে ডুবে মৃত্যু হয় আরও এক কিশোরের। ডুমুরজোলা স্টেডিয়ামের ঝিলে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ হারান এক কিশোর। ডুমুরজোলা স্টেডিয়ামের এই ঝিলেও স্নান করা নিষিদ্ধ, তা সত্বেও নিষেধজ্ঞা উপেক্ষা করে স্নান করতে নেমে মৃত্যু  হল ১৪ বছরের কিশোর অজিত শর্মার। ঘটনার তদন্তে চ্যাটার্জী হাট থানার পুলিশ।
Representative Image
Image: News18
Representative Image Image: News18
advertisement

রবিবার সকালেই কলকাতার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে যান ১৬ বছরের কিশোর, গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ১৬ বছরের শুভম সাহু। জানা যায়, সকাল ৭টায় রবীন্দ্র সরোবরের পাবলিক সুইমিং পুলে নামেন শুভম সাহু-সহ তিন বন্ধু। অভিজ্ঞ সাঁতারু ছাড়া ওই গভীর অংশে নামার কথা নয়। যাঁরা সাঁতার শিখছেন, তাঁদের জন্য আরেকটি অগভীর অংশ রয়েছে। কিন্তু তিন বন্ধু সবার কথা অগ্রাহ্য করে ওখানে নামে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানা যায় নিখিল নামে তিন বন্ধুদের একজন বাকিদের কথা শুনে উঠে আসে, কিন্তু অভিষেক এবং শুভম তলিয়ে যান। অভিষেককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি শুভমকে। অভিযোগ, থানায় খবর দেওয়া হলেও থানার ডুবুরি আসেনি সময়মতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয়দের অভিযোগ, লেকের জলে থাকা গাছগাছালিতে পা আটকে গিয়েছিল কিশোরের, কাজেই জল থেকে উঠে আসতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে নামার কিছু ক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: রবিবারের সকালে জোড়া দুর্ঘটনা, রবীন্দ্র সরোবরের পর ডুমুরজোলা স্টেডিয়ামের ঝিলেও জলে ডুবে মৃত্যু কিশোরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল