রবিবার সকালেই কলকাতার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে যান ১৬ বছরের কিশোর, গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ১৬ বছরের শুভম সাহু। জানা যায়, সকাল ৭টায় রবীন্দ্র সরোবরের পাবলিক সুইমিং পুলে নামেন শুভম সাহু-সহ তিন বন্ধু। অভিজ্ঞ সাঁতারু ছাড়া ওই গভীর অংশে নামার কথা নয়। যাঁরা সাঁতার শিখছেন, তাঁদের জন্য আরেকটি অগভীর অংশ রয়েছে। কিন্তু তিন বন্ধু সবার কথা অগ্রাহ্য করে ওখানে নামে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানা যায় নিখিল নামে তিন বন্ধুদের একজন বাকিদের কথা শুনে উঠে আসে, কিন্তু অভিষেক এবং শুভম তলিয়ে যান। অভিষেককে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি শুভমকে। অভিযোগ, থানায় খবর দেওয়া হলেও থানার ডুবুরি আসেনি সময়মতো।
advertisement
স্থানীয়দের অভিযোগ, লেকের জলে থাকা গাছগাছালিতে পা আটকে গিয়েছিল কিশোরের, কাজেই জল থেকে উঠে আসতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে নামার কিছু ক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।