আকর্ষণীয় এই অফার ১ লা অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত । হাওড়ার শ্যামপুরের একটি কোম্পানির বাইকের অথরাইজ ডিলার গীতা অটো মোবাইলস-এর পক্ষ থেকে এই অফার। পুজোর মরশুমে দুই মাসের জন্য এই সুযোগ মিলবে ক্রেতাদের। প্রতিষ্ঠানের তরফ থেকে জানান হয়, চলতি বছরের ১লা অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত এই শোরুম থেকে বিক্রি হওয়ার সমস্ত বাইকের সঙ্গে দেওয়া হবে একটি করে লাকি কুপন।
advertisement
আরও পড়ুন: ইষ্টি কুটুম স্পেশ্যাল থালি! মোচার ঘন্ট থেকে ইলিশ! পুজোর ভাইরাল রেস্তোরাঁ! জানুন
আরও পড়ুন:
এই কুপনের ভিত্তিতেই যে কেউ ক্রেতা পেতে পারে সম্পূর্ণ বিনা মূল্যে একটি বাইক। পুজোর আগে বাইক জিততে রীতিমতো ভিড় জমেছে! এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রোপাইটার শৈলেন সামন্ত জানান, সারা বছর মানুষ বাইক কেনেন। তবে পুজোর সময় বেশির ভাগ মানুষের বাইক কেনার আগ্রহ স্বাভাবিক কারণে। সেই দিক থেকে এই পুজোর মরশুমে মানুষকে আরও উৎসাহিত করতে। বিক্রি হওয়া বাইক ক্রেতাদের দেওয়া কুপনের উপর লটারি। তার মাধ্যমে যে কেউ ক্রেতা জিততে পারেন বাইক।
রাকেশ মাইতি