আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা আর একটি বাসের! আহত ২৫ জন চিকিৎসাধীন
এই ছবি যে এঁকেছে সেই ছেলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নাম দেবতনু মুখার্জী। চন্দননগরের লালবাগানের বাসিন্দা দেবতনু। ছবিতে দেবতনু এঁকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মা হীরাবেনকে। ছবি তে দেখা যায় প্রধানমন্ত্রী নিচে বসে আছেন, আর তার মা হীরাবেন তাঁকে কিছু বোঝাচ্ছেন, আর মন দিয়ে সেই কথা শুনছেন মোদীজি। সেই ছবি এসপিজি কে নিজের কাছে নিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। এবং প্রধানমন্ত্রী বলেন ছবির পিছনে নিজের নাম ও ঠিকানা লিখে দিতে, তিনি আরওবলেন সময় করে তাকে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী।
advertisement
এবার সেই স্বপ্ন হল সত্যি দীপতনুর। গতকাল দুপুরে দেবতনুর লালবাগানের অ্যাপার্টমেন্ট পিওন চিঠি আনতেই নিজের চোখ কে বিশ্বাস করতে পারেননি দেবতনুর মা দীপ্তি মুখার্জী। তিনি বলেন আমি আজ খুব গর্বিত।আমি ভাবতে পারিনি ভারতের প্রধানমন্ত্রী চিঠি পাঠাবেন।উনি ওনার কথা রেখেছেন।উনি বলেছিলেন উনি মুগ্ধ ওনার মায়ের ছবি এঁকেছিলেন দেবতনু।
এই বিষয়ে দেবতনু তিনি বলেন, তিনি নিজে বিশ্বাস করে উঠতে পারছেন না তার মতন একজন সামান্য ক্ষুদ্র মানুষকেও প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা দেওয়া। এই চিঠি তার কাছে একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এর থেকে কিছু কম নয়। হাজারো ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী কিভাবে নিজের কথা রাখেন তার প্রমাণ আবারও পাওয়া গেল দেবতনুর কাছে আশা এই চিঠির মধ্যে দিয়ে।
রাহী হালদার