ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা গিয়েছে, পুরসভার তরফ থেকে নালা সংস্কারের কাজ চালানো হচ্ছিল। ঠিক সেই সময় পুরকর্মীরা বুঝতে পারেন কোথাও থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কোথায় থেকে দুর্গন্ধ আসছে তা খুঁজতে খুঁজতে দেখা যায় একটি বাড়ি থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে। তড়িঘড়ি পুরকর্মী এবং এলাকার বাসিন্দারা ওই বাড়ির সামনে যেতে দেখেন মূল দরজা বন্ধ। তবে বাড়ির মধ্যে এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তখনই তাদের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে জানায় ওই ব্যক্তির মৃত্যুর পাশাপাশি তার দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

advertisement

আরও পড়ুন: চোখ ধাঁধানো ছাদ বাগান এবার বাজেট ফ্রেন্ডলি! মাত্র ৫০০০ টাকা থাকলেই ব্যাস, সাজিয়ে দেবে খোদ নার্সারি কর্মীরা

এমন ঘটনাটি ঘটে হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় যে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে তাঁর নাম শিবু দেবনাথ। তার বয়স ৬৮ বছর বলেই জানা গিয়েছে। তিনি আবার একসময় হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা জানিয়েছেন, “সকালেই এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশে খবর দিই। পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন। পুলিশ জানালা ভেঙে ভিতরে ঢুকে তাঁর দেহ উদ্ধার করে।”

advertisement