সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে এদিন ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় কামারপুকুর মঠ। সকাল থেকেই বিশেষ পূজাপাঠ, ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে। ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ নজরে বাংলার স্নেহা-অমৃতা-অর্পণরা! হাওড়ায় পূর্ব ভারতের সেরা ভারোত্তোলকদের লড়াই, শুরু হয়ে গেল জমাটি প্রতিযোগিতা

এই বিশেষ দিনে সকাল থেকেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান কামারপুকুরে ভক্ত সমাগম। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা কামারপুকুর মঠে উপস্থিত হয়েছেন। মঠ জুড়ে উৎসবের আবহ।

advertisement

সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বাগবাজার, বেলুড় মঠ ও জয়রামবাটিতে বিশেষ আয়োজন করা হয়। ধুমধাম করে এই বিশেষ দিন পালিত হয়। একইরকমভাবে পরমহংসদেবের বাড়ি তথা সারদা মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুরেও রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে তাঁর জন্মতিথি পালন করা হয়। এবারও তার অন্যথা হয়নি। এই বছরও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়েছে। ছুটে এসেছেন দূরদূরান্তের ভক্তরা।

advertisement