তৃণমূলের জন্মলগ্ন থেকে বাঁশবেড়িয়া পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান তাপস মুখার্জি বাঁশবেড়িয়ার কাউন্সিলর হিসেবে রয়েছেন। ১৫ বছর আগে একবার তাকে চেয়ারম্যান করার কথা হলেও সেসময় বর্ষিয়ান রথীন দাস মোদককে চেয়ারম্যান করা হয়েছিল। তবে এরপর থেকে চেয়ারম্যানের পদ একবারও না জুটলেও কোনও ক্ষোভ ছিল না তাপস মুখার্জির। যদিও এসবের মধ্যেই তাকে এবার দল চেয়ারম্যান পদে বসিয়েছে।

advertisement

আরও পড়ুন: হারিয়ে যাওয়া প্রিয়জনকে গাছেদের মধ্যে বাঁচিয়ে রাখার অভিনব প্রয়াস, হুগলিতে গড়ে উঠল মন ভাল করা ‘দত্তক বাগান’!

মূলত গত লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায় বাজবেড়িয়া পৌরসভা এলাকায় প্রায় ১২ হাজার ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাক্তন চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে পদত্যাগ করতে বলা হয় এবং তিনি ১১ নভেম্বর পদত্যাগ করেন। তার পদত্যাগের পর মঙ্গলবার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন তাপস মুখার্জি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাপস মুখার্জি চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করার পর তাকে প্রাক্তন চেয়ারম্যান সম্বন্ধে প্রশ্ন করা হলে তার চোখ দিয়ে জল দেখা যায়। তিনি জানান, প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে তার ভাল সম্পর্ক ছিল। কিন্তু দলীয় নির্দেশের বিষয়টি মেনে নিতেই হবে। এর পাশাপাশি নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে তাকে চমক দিতে দেখা যায় উন্নয়ন নিয়ে। চেয়ারম্যান পদে বসেই তাপস মুখার্জি জানান, তার প্রথম লক্ষ্য হল পৌরসভা ভবন এবং ত্রিবেণী হেলথ সেন্টারে লিফট বসানো। এছাড়াও তিনি জানিয়েছেন সকল কাউন্সিলরদের সঙ্গে নিয়েই তিনি কাজ করবেন।

advertisement