জেলা আয়ুষ দফতরের আধিকারিক ডা. দীনেশ চন্দ্র দত্ত জানান, সাধারণ মানুষকে আয়ুষ পদ্ধতির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এর উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্দেশেই এই মেলার আয়োজন। তাঁর কথায়, “প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুস্থভাবে বাঁচার পথই আয়ুষ।”

আরও পড়ুনঃ জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা দখল! শীতের দুপুরে রাজ্য সড়কে হাঁটাহাঁটি গজরাজের, ছবিতে দেখুন

advertisement

মেলার উদ্বোধনের প্রাক্কালে এদিন চুঁচুড়া সদর জুড়ে এক বিশেষ সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক, কর্মী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই আয়ুষ মেলায় থাকছে আয়ুষ বিষয়ক বিশেষ সেমিনার, যোগাসন প্রতিযোগিতা, স্বাস্থ্য বিষয়ক কুইজ, বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প, হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং আয়ুষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আয়ুষ মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নতুন আগ্রহ তৈরি হবে বলে আশাবাদী হুগলি জেলার ডিএমও।

advertisement