TRENDING:

নন্দীগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল, গ্রামবাসীদের সঙ্গে কথা সদস্যদের

Last Updated:

ভোটের পর থেকেই ছোটখাটো নানা ধরনের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠছিল নন্দীগ্রামে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: নন্দীগ্রাম পৌঁছল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ পরিদর্শনকারী দল৷ এ দিন বিকেলের পর হেলিকপ্টারে নন্দীগ্রামের হরিপুরে পৌঁছয় চার সদস্যের প্রতিনিধি দল৷ এর পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রতিনিধি দলের সদস্যরা৷
নন্দীগ্রামে মানুষের সঙ্গে কথা কেন্দ্রীয় দলের সদস্য়দের৷
নন্দীগ্রামে মানুষের সঙ্গে কথা কেন্দ্রীয় দলের সদস্য়দের৷
advertisement

ভোটের পর থেকেই ছোটখাটো নানা ধরনের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ উঠছিল নন্দীগ্রামে৷ ভোটের ফল প্রকাশের পরেও তা অব্যাহত রয়েছে বলে অভিযোগ৷ নন্দীগ্রামে পৌঁছেই প্রথমে কেন্দেমারি এলাকায় যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ সেখানে আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা৷ হামলার অভিযোগ পেয়ে প্রতিনিধি দলের সদস্যরা প্রশ্ন করেন, আপনারা পুলিশে কেন অভিযোগ জানাননি? জবাবে গ্রামবাসীরা দাবি জানান, ভয়েই পুলিশের কাছে যাননি তাঁরা৷ কেন্দেমারির পর সামসাবাদেও যাওয়ার কথা প্রতিনিধি দলের৷ কিন্তু নির্দিষ্ট সময়ের অনেকটা দেরিতে নন্দীগ্রামে পৌঁছনোয় প্রতিনিধি দলের সদস্যরা কতক্ষণ সেখানে থাকতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে৷

advertisement

এ দিন সকালে প্রথমে কলকাতা থেকে বেরিয়ে হেলিকপ্টারে বোলপুর পৌঁছন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা৷ সেখানেও ভোট পরবর্তী হিংসার কবলে পড়া বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা৷ শুক্রবার তাঁরা গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগণায়৷ এ দিনই তাঁদের নদিয়া জেলাতেও যাওয়ার কথা ছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

Sujit Bhowmik

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দল, গ্রামবাসীদের সঙ্গে কথা সদস্যদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল