TRENDING:

পুজো শুরু হয়েছিল শেরশাহের দান করা জমির আয়ে, কোলসরা গ্রামের এই পুজোয় থোর-মোচা-কলার পদ নিবেদন করা হয় দেবীকে...

Last Updated:

District Durga Puja || পুজোর আগে বড় বড় পাত্র করে গঙ্গার থেকে জল নিয়ে আসা হয়৷ সেই জলে প্রতিদিনের পুজোর ভোগ রান্না হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান: দুর্গাপুজোর জন্য জমি দান করেছিলেন শের শাহ। সেই জমির আয়েই পুজো হয় পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামের ঘোষাল পরিবারে। এই দুর্গাপুজোর এবার এবার ৩৬৮ বছর। মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত দেবীকে ভোগ দেওয়ার রীতি রয়েছে প্রথম থেকেই। প্রাচীন রীতি মেনে নিষ্ঠা ও ধারাবাহিকতায় সঙ্গে এই পুজো চলে আসছে।
advertisement

থোর, মোচা, কলা এই উপকরণের বিভিন্ন পদ নিবেদন করা হয় মা দুর্গাকে।এই সব পদ রান্না করতে হয় গঙ্গাজল দিয়েই। ঘোষাল পরিবারের সদস্যরা জানালেন, এই পরিবারের পূর্ব পুরুষ দিগম্বর ঘোষাল ছিলেন শের শাহর বিশ্বস্ত কর্মচারী। ১৫৪০ খ্রীস্টাব্দে জিটি রোড নির্মাণের সময় শের শাহ তাঁকে কাজের দেখভাল করার জন্য এখানে পাঠিয়েছিলেন। সেই থেকে ঘোষাল পরিবার কোলসরায় বসবাস শুরু করেন।

advertisement

আরও পড়ুন: পুজোর আগে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে অনেকটাই

আরও পড়ুন: ধোলাই আর কাকে বলে! মদের নেশায় চুর যুবককে জুতো খুলে বেদম মার তরুণীর, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এই পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য সমীর ঘোষাল জানান, দিগম্বরের বংশধর ঈশ্বরচন্দ্র ঘোষাল স্বপ্নাদেশ  পেয়ে দুর্গাপুজোর প্রচলন করেন।পরিবারের বিশ্বাস, কলাবাগানে যে বালিকার দর্শন পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র,  তিনি মা দুর্গাই। এমনটাই কথিত আছে৷ তাই কলাবাগানে দেবীর দর্শন হওয়ায় ভোগে কলা, থোর ও মোচার বিভিন্ন পদ দেওয়ার রীতি রয়েছে। সেই রীতি এখনও বজায় রেখেছেন বর্তমান প্রজন্মের সদস্যরা। এই পরিবারের প্রতিমা সাবেকি ধাঁচের। জন্মাষ্টমীতে দেবীর কাঠামোয় মাটি দান করার রীতি রয়েছে। পুজোর আগে বড় বড় পাত্র করে গঙ্গার থেকে জল নিয়ে আসা হয়৷ সেই জলে প্রতিদিনের পুজোর ভোগ রান্না হয়। পারিবারিক পুজো হলেও গ্রামবাসীদের অংশগ্রহণে এই পুজো সর্বজনীন হয়ে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো শুরু হয়েছিল শেরশাহের দান করা জমির আয়ে, কোলসরা গ্রামের এই পুজোয় থোর-মোচা-কলার পদ নিবেদন করা হয় দেবীকে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল