South 24 Parganas News: কনকনে ঠান্ডায় গরম গরম পাটিসাপটা থেকে দুধপুলি, সব দোকানে উপচে পড়া ভিড়! উপার্জনের নয়া দিশা পাচ্ছেন মহিলারা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: গড়িয়া বরদা প্রসাদ স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠে-পুলি উৎসব ও হস্তশিল্প মেলা
advertisement
1/6

শীতের মরসুমে বাঙালির ঐতিহ্য আর স্বাদের মিলনস্থল হয়ে উঠেছে। গড়িয়া বরদা প্রসাদ স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠে-পুলি উৎসব ও হস্তশিল্প মেলা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
এই মেলার মাঠ জুড়ে রয়েছে নানান রকমের পিঠে-পুলির স্টল। সরুচাকলি, গুড়পিঠে, পাটিসাপটা, চিতইপিঠে, গোকুল পিঠে সহ আরও নানা ধরনের লোভনীয় খাবারের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
advertisement
3/6
রাজ্যের ২২ জেলার আগত শিল্পীদের দ্বারা তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, মাটির কাজ, শোলা, বাঁশ ও কাপড়ের শিল্পকর্ম মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
advertisement
4/6
আয়োজিত পিঠে পুলি উৎসব ও হস্তশিল্প মেলা ছিল বাঙালির লোকজ সংস্কৃতি, স্বাদের ঐতিহ্য ও সৃজনশীলতার এক প্রাণবন্ত উদযাপন। নানান রকমের ঘরে বানানো পিঠে-পুলি যেমন পাটিসাপটা, দুধপুলি, ভাপা পিঠে, চিতই পিঠে মানুষের মনে ফিরিয়ে আনল শীতের আমেজ ও শিকড়ের টান।
advertisement
5/6
স্থানীয় শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক স্বাবলম্বনের পথও আরও সুদৃঢ় হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সংস্কৃতি, স্বাদ ও স্বনির্ভরতার এই সুন্দর মিলনমেলা সকলের মিলিত অংশগ্রহণে হয়ে উঠল এক স্মরণীয় উৎসব।
advertisement
6/6
শীতের আমেজে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এই মেলা হয়ে উঠেছে এলাকার মানুষের অন্যতম আকর্ষণ। ঘর সাজানোর হাতের তৈরি আসবাবপত্র, সাজগোজের নানা সামগ্রী ও রঙিন পোশাকের সম্ভারে মন ভরছে ক্রেতাদের। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কনকনে ঠান্ডায় গরম গরম পাটিসাপটা থেকে দুধপুলি, সব দোকানে উপচে পড়া ভিড়! উপার্জনের নয়া দিশা পাচ্ছেন মহিলারা