বোলপুরে পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা সাহানি বাবা মঙ্গলবার রাতে হারান মহাদেব সাহানিকে। বাবার মৃতদেহ সৎকার করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন ছাত্রী। সোমবার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ড্রেনে পড়ে যান ছাত্রীর বাবা। আঘাত পেয়ে তাঁর মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়। সেই হ্যামারেজের ফলেই মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
advertisement
রাতে বাবার মৃতদেহ সৎকার করার পর সকালে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে এসে পৌঁছলেন বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে বুঝিয়ে নিয়ে এসেছেন স্কুলে। এত বড় শোক কাটিয়ে প্রথমে তিনি পরীক্ষা দিতে চাননি। বাবা তাঁর ফলাফল দেখতে পারবেন না, তা যেন মেনে নিতে পারছেন না সুস্মিতা। পরবর্তীতে কাছের মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বুঝিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নিয়ে আসেন।
ইন্দ্রজিৎ রুজ