TRENDING:

Higher Secondary Exam 2025: ...রেজাল্ট দেখা হবে না আর! HS চলাকালীন বাবার মৃত্যু! দেহ সৎকার করেই পরীক্ষা কেন্দ্রে ছাত্রী

Last Updated:

Higher Secondary Exam 2025: বাবার মৃতদেহ সৎকার করার পর সকালে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে এসে পৌঁছলেন বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে বুঝিয়ে নিয়ে এসেছেন স্কুলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক। তার মাঝেই বড় ধাক্কা পেলেন বোলপুরের পড়ুয়া। পরীক্ষা চলাকালীনই হারালেন বাবাকে। শোক সামলেই ফের পরীক্ষা দিলেন।
Meta AI generated
Meta AI generated
advertisement

বোলপুরে পারুলডাঙ্গা শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা সাহানি বাবা মঙ্গলবার রাতে হারান মহাদেব সাহানিকে। বাবার মৃতদেহ সৎকার করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন ছাত্রী। সোমবার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই ড্রেনে পড়ে যান ছাত্রীর বাবা। আঘাত পেয়ে তাঁর মাথায় ইন্টারনাল হ্যামারেজ হয়। সেই হ্যামারেজের ফলেই মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

advertisement

রাতে বাবার মৃতদেহ সৎকার করার পর সকালে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে এসে পৌঁছলেন বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে বুঝিয়ে নিয়ে এসেছেন স্কুলে। এত বড় শোক কাটিয়ে প্রথমে তিনি পরীক্ষা দিতে চাননি। বাবা তাঁর ফলাফল দেখতে পারবেন না, তা যেন মেনে নিতে পারছেন না সুস্মিতা। পরবর্তীতে কাছের মানুষ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বুঝিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নিয়ে আসেন।

advertisement

ইন্দ্রজিৎ রুজ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Exam 2025: ...রেজাল্ট দেখা হবে না আর! HS চলাকালীন বাবার মৃত্যু! দেহ সৎকার করেই পরীক্ষা কেন্দ্রে ছাত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল