তবে সেখানে গিয়ে সামনে বিপদ। শনিবার সকাল থেকে মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। দুপুরের পর বিকেলেও সেই বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করছে হাওয়া অফিস। তবে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার কোনও বদল নেই।
সারা রাত পড়ে রইল দেহ! সিঙ্গুরে বেসরকারি নার্সিংহোমের ভিতরে তরুণী নার্সের মৃত্যুতে বড়সড় জট!
advertisement
‘তেমন নয়…’ ১ বছর ট্রাম্পকে কাছ থেকে দেখেছেন, আসলে কেমন মানুষ? প্রশ্ন করতেই চমকে দিলেন বিশ্বসুন্দরী!
প্রসঙ্গত চলতি সপ্তাহের প্রথম দুদিন রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দিন যত গড়াচ্ছে ততই দুর্যোগ বাড়ছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এলাকায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। এছাড়াও শনিবার এবং রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
প্রসঙ্গত সপ্তাহ শেষে ছুটি থাকার কারণে মূলত দিঘা ও জগন্নাথ ধাম দর্শনের জন্য প্ল্যান করছেন সকলেই। তবে সেখানেও কি কার্যত নাজেহাল পরিস্থিতি পর্যটকদের। সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে। শুধু তাই নয় পাশাপাশি সারাদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গায়। পূর্ব মেদিনীপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। স্বাভাবিকভাবে সপ্তাহ শেষে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না।
ইতিমধ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় বেশ নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। বিভিন্ন জায়গায় আবহাওয়ার উপর নজর রাখছে প্রশাসন।