পাঁশকুড়া: ঘরের বাইরে জমে রয়েছে জল। শুকনো ডাঙার অভাবে ঘরের মধ্যে ঢুকে পড়ছে একের পর এক বিষধর সাপ। এই নিয়েই বসবাস পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজনদের। এই জল যন্ত্রণার মধ্যেই সাপের কামড়ও খেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ঘটছে মৃত্যুও!
advertisement
শনিবার সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রের। কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জমা জলে ভোগান্তিতে পড়েছেন পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর গ্রামের মানুষজন। বিষধর সাপের উপদ্রবও বেড়েছে ওই এলাকায়। বিষধর সাপের আতঙ্ক তাড়া করে চলেছে এলাকার মানুষজনদের।
তার মধ্যেই বাড়ির মধ্যে চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বিষধর সাপ কামড় দিলে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, একমাস আগে ওই মৃত ছাত্রের ঠাকুমাও সাপের কামড় খান। বরাত জোর তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। কিন্তু ওই একই পরিবারের ১৩ বছরের নাবালক শুভেন্দু রানাকে সাপ কামড়ালে শেষ রক্ষা হয়নি।
সাধারণ মানুষের ক্ষোভ তাঁরা বারবার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোন সুরাহা পাননি। জল যন্ত্রণার পাশাপাশি বিষধর সাপের সঙ্গে তাদের দিন কাটাতে হচ্ছে। জল নিকাশি না থাকায় চরম দুর্ভোগের শিকার তারা। জল নিকাশী ঠিক মতো না থাকায় এই সংকট বলে অভিযোগ এলাকাবাসীর।