ঘটনার জেরে ডাউন লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে ৷ আপ লাইনে চলছে ট্রেন ৷ বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন ৷ সব স্টেশনে দাঁড়াবে কোল্ডফিল্ড এক্সপ্রেস বলে জানানো হয়েছে রেলের তরফে ৷
১৬ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও স্বাভাবিক করতে পারা গেল না GRAND CORD লাইন। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল স্টেশনের কাছে লাইনচ্যূত হয় সার বোঝাই মালগাড়ির কয়েকটি কামরা। তার জেরেই বিপাকে রাজধানী, শতাব্দী, দুরন্ত, দুন, বিভুতী, অমৃতসর, বাঘ এক্সপ্রেসের মত ট্রেনগুলি। হাওড়া এবং শিয়ালদহতে দূরপাল্লার ট্রেন ঢুকতে দেরি হচ্ছে। এর ফলে হাওড়া এবং শিয়ালদহ থেকে দূরপাল্লার ট্রেন ছেড়ে যেতে দেরি হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকালে লাইনচ্যূত বগিগুলিকে সরানো সম্ভব হয়েছে। বর্তমানে লাইন মেরামতির কাজ চলছে। ট্রেন যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে টিকিটে কামরা বাছাইয়ের ক্ষেত্রে ছাড় দিতে চলেছে রেল।
advertisement
দুর্ঘটনার জেরে দেরিতে চলছে যে ট্রেনগুলি -
৬ ঘণ্টা দেরিতে চলছে ডাউন মিথিলা এক্সপ্রেস।
৬ ঘণ্টা দেরিতে চলছে ডাউন সরাইঘাট এক্সপ্রেস ৷
তিন ঘণ্টা দেরিতে চলছে ডাউন দানাপুর এক্সপ্রেস।
প্রায় ১০ ঘণ্টা দেরিতে চলছেডাউন দিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ।
৭ ঘণ্টা দেরিতে চলছে ডাউন কালকা মেল ৷
সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন রাজধানী এক্সপ্রেস।
ডাউন বিভূতি এক্সপ্রেসে ৯ ঘণ্টা দেরিতে চলছে।
সাড়ে ৩ ঘণ্টা দেরিতে চলছে ডাউন দুন এক্সপ্রেস।