আরও পড়ুনঃ মাত্র ১ মাসেই ৪০ কোমর ৩২! পনির খান এইভাবে আর মেদ-কে বলুন টাটা! ওজন কমবেই, গ্যারান্টি
জানা গিয়েছে, জঙ্গিপুর দিক থেকে মালদা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কেমিক্যাল ভর্তি লরি দাঁড়িয়ে ছিল। তখনই একটি পিছন থেকে ধাক্কা মারে পণ্যবাহী একটি লরির। ঘটনার জেরে ধাক্কা লেগে পাশের নয়নজুলিতে পড়তেই লরিতে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ঘটনায় দগ্ধ হয়েছেন একজন লরির চালক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্তলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ভোর রাতে দুর্ঘটনা ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। লরিচালককে উদ্ধার করে প্রথমে বেনিয়াগ্রাম ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে দু’টি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
advertisement
আরও পড়ুনঃ ১৫ দিনেই কোলেস্টেরলের মুখে ছাই! এক পানীয়তেই গলে গলে পড়বে চিপচিপে পদার্থ! হার্ট অ্যাটাকের চান্স জিরো
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কলকাতা থেকে উত্তরবঙ্গগামী একটি গুরুত্বপূর্ণ রাস্তা ১২নং জাতীয় সড়ক। তবে ভোর রাতে হঠাৎই দুর্ঘটনার কবলে গাড়ি পড়ে আগুন ধরে যেতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও দমকলের দুটি ইঞ্জিন অতিদ্রুততার সঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কৌশিক অধিকারী