জাল ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে শতদল রায় নামে একজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের জাল ওষুধ উদ্ধার হয়েছে বলে খবর৷
গোপন সূত্রে খবর পেয়ে এ দিন পশ্চিম বর্ধমান জেলার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হিরাপুর থানা এলাকার ওষুধ ব্যবসায়ী শতদল রায়ের বাড়িতে হানা দেন৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার হয়৷ ধৃত ওষুধ ব্যবসায়ীকে এ দিন আসানসোল আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
advertisement
উদ্ধার হওয়া ওষুধের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, ব্যথা যন্ত্রণা, ফোলা ভাব বা প্রদাহ কমানোর ট্যাবলেট, ভিটামিনের পরিপূরক বা সাপ্লিমেন্টারি ক্যাপসুল, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি ক্যাপসুল, রক্তচাপ কমানোর ওষুধ রয়েছে৷ অভিযুক্ত এর আগে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ বা বিক্রি করেছেন, তা জানার চেষ্টা করছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা৷
কয়েক মাস আগেই হাওড়ার আমতা থেকেও বিপুল পরিমাণের জাল ওষুধ উদ্ধার করেছিলেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা৷ আমতার ক্ষেত্রে উদ্ধার হওয়া জাল ওষুধের পরিমাণ ছিল প্রায় ৩০ লক্ষ টাকা৷