TRENDING:

Fake Medicine Recovery: জাল অ্যান্টিবায়োটিক-পেইন কিলার কিনে খাচ্ছেন না তো? হিরাপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা, উদ্ধার ৪৫ লক্ষের জাল ওষুধ

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে এ দিন পশ্চিম বর্ধমান জেলার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হিরাপুর থানা এলাকার ওষুধ ব্যবসায়ী শতদল রায়ের বাড়িতে হানা দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়ার আমতার পর এবার পশ্চিম বর্ধমানের হিরাপুর৷ ফের উদ্ধার হল বিপুল পরিমাণের জাল ওষুধ৷ উদ্ধার হওয়া জাল ওষুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, ব্যথা-যন্ত্রণা কমার ওষুধ, রক্তচাপ কমানোর মতো নিত্যপ্রয়োজনীয় ওষুধ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জাল ওষুধ মজুত ও বিক্রির অভিযোগে শতদল রায় নামে একজন ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের জাল ওষুধ উদ্ধার হয়েছে বলে খবর৷

গোপন সূত্রে খবর পেয়ে এ দিন পশ্চিম বর্ধমান জেলার ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হিরাপুর থানা এলাকার ওষুধ ব্যবসায়ী শতদল রায়ের বাড়িতে হানা দেন৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার হয়৷ ধৃত ওষুধ ব্যবসায়ীকে এ দিন আসানসোল আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

advertisement

উদ্ধার হওয়া ওষুধের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, ব্যথা যন্ত্রণা, ফোলা ভাব বা প্রদাহ কমানোর ট্যাবলেট, ভিটামিনের পরিপূরক বা সাপ্লিমেন্টারি ক্যাপসুল, ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি ক্যাপসুল, রক্তচাপ কমানোর ওষুধ রয়েছে৷ অভিযুক্ত এর আগে কোথায় কোথায় এই জাল ওষুধ সরবরাহ বা বিক্রি করেছেন, তা জানার চেষ্টা করছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
সাগরে বসেই মিলবে টাটকা মাল! কেক, প্যাটিস আনতে আর দৌড় নয়
আরও দেখুন

কয়েক মাস আগেই হাওড়ার আমতা থেকেও বিপুল পরিমাণের জাল ওষুধ উদ্ধার করেছিলেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা৷ আমতার ক্ষেত্রে উদ্ধার হওয়া জাল ওষুধের পরিমাণ ছিল প্রায় ৩০ লক্ষ টাকা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Medicine Recovery: জাল অ্যান্টিবায়োটিক-পেইন কিলার কিনে খাচ্ছেন না তো? হিরাপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা, উদ্ধার ৪৫ লক্ষের জাল ওষুধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল