অভিযোগ অনুযায়ী, গড়িয়া নিবাসী নির্যাতিতা যুবতীর সঙ্গে কর্মসূত্রে আলাপ হয়েছিল সুব্রতর। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পুলিশের দাবি, সম্পর্কের আড়ালে অভিযুক্ত একাধিকবার ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। শুরু থেকেই সুব্রত বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি জানা যায়, তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তা চলছে। তখনই ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকার করেন সুব্রত। এরপর নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
advertisement
আরও পড়ুনঃ পুকুরে নেমে বিপত্তি, হঠাৎ পিছন থেকে ‘তেনার’ আক্রমণ! কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফিরলেন বৃদ্ধ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে সুব্রতকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর গোপন জবানবন্দীর আবেদনও জানানো হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর অন্যত্র বিয়ের কথাবার্তার সূত্র ধরে পুরো বিষয়টির তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও ধর্ষণের মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।