বয়স আশি পেরোলেও দিব্যি চনমনে কাঁথির সাংসদ শিশির অধিকারী। ভোটের মধ্যেই কানাঘুষো চলছিল। বর্ষীয়ান এই তৃণমূল নেতা নাকি ভীষণ অসুস্থ, আইসিইউতে আছেন। একসময় গুজব ছড়াল, তিনি নাকি মারাই গিয়েছেন। তিনি কি সত্যিই আর নেই? পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে পৌঁছে দেখা গেল দিব্যি আছেন শিশিরবাবু। হেসে খেলে জানালেন, বিরক্ত হলেও উপভোগ করছেন গুজবটাকে।
advertisement
তিনি বলছেন মরে গেল অন্যকেউ এমপি হত৷ তাঁর সাংসদ পদ কাড়তে অনেকেই তাঁর মৃত্যু কামনা করছেন বলেও জানিয়েছেন শিশিরবাবু৷ তবে এই গুজব তিনি শুধু উপভোগই করছেন না এই গুজবের ফলে তার আয়ু যে আরও বাড়বে, আশাবাদী অধিকারী বাড়ির নেতার৷
গুজবের মধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে তিন বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। শনিবার কালীঘাটে তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকেও আসেন শিশির অধিকারী। বুঝিয়ে দেন, যতই গুজব ছড়াক এখনই থামছেন না তিনি।