সুবীর দে, খড়দহ: বন্ধুদের সঙ্গে দিঘার পাশের সমুদ্রসৈকত উদয়পুরে ঘুরতে গিয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সেখানেই অস্বাভাবিক মৃত্যু, এর জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহে।
জানা দিয়েছে খড়দহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলদার পাড়া এলাকার বাসিন্দা মহঃ সোনু। সে খড়দহের কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ত। এর মধ্যেই বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে উদয়পুর ঘুরতে গিয়েছিল ওই পড়ুয়া।
advertisement
দিঘার পাশের সমুদ্রসৈকত উদয়পুরে সেখানে ঘুরতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ওই ছাত্রের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে মৃত্যু হল ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পড়াশোনায় যথেষ্ট মেধাবি ছিল সোনু।
সোনুর মৃত্যুর কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। জলের ঢেউয়ের জেরে মৃত্যু নাকি অন্য কোনও কারণে সেই নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের। অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় রহড়া থানার পুলিশ, বর্তমানে তদন্ত চলছে।
