নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানেপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ,বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তাঁর ভাসুর সুব্রত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলেই তারা অভিযুক্ত সুব্রতকে হাতেনাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায়।
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘জ্যাকপট’…! বিরল কাকতালীয় যোগে ৩ রাশির ধন-সম্পদের ফোয়ারা, খুলবে পোড়া কপাল
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। মাথায় ও ঘাড়ের পেছনের অংশে ধারালো দায়ের কোপ দেওয়া হয়েছে চার-পাঁচটি।
পরিবার সূত্রে জানা যায়, কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তিনি কলকাতায় আর পাঁচটা দিনের মতন ভোররাত থাকতে গেছিলেন কাজে। অভিভাবক বলতে শাশুড়িও বাড়ি ছিলেন না গতকাল রাতে। । ইতিমধ্যেই শান্তিপুর থানার কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনার সূত্রপাত।
