দু পক্ষই তৃণমূল কংগ্রেসের। তাদের কাদা ছোড়াছুড়ি নজর কেড়েছে শহরবাসীর। কাউন্সিলর সেখ বসির আহমেদ বলেন, ‘গোটা শহরে ৩৩ টি ওয়ার্ডে কোন কাজ হয়নি। উন্নয়ন হয় নি।শুধুমাত্র বেছে বেছে দু’তিনটি ওয়ার্ড ছাড়া অন্য কোন ওয়ার্ডে উন্নয়নের কাজ হয়নি।’ কাউন্সিলর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘বিধায়ক খোকন দাসের পাড়া ২৩ নম্বর ওয়ার্ড এবং বিধায়ক আগে যে ওয়ার্ড থেকে লড়তেন ২৪ নম্বর ওয়ার্ড ছাড়া কোন ওয়ার্ডে উন্নয়ন হয় না।’
advertisement
বৃহস্পতিবার একবেলার বৃষ্টিতে ২৭ নম্বর ওয়ার্ড সহ শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়ে। যা নিয়ে প্রতিবাদে সরব হন কাউন্সিলর। তাঁর অভিযোগ, প্রত্যেক বছর লহর বা খাল পরিষ্কার করার জন্য পৌরসভায় বাজেট বরাদ্দ করা হয়। কিন্তু এবার সেই বাজেট বরাদ্দ হয়নি। যার ফলে এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জল জমে গেছে। এর পাশাপাশি রাতের অন্ধকারে ২৭ নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হকারদের না জানিয়ে বা নোটিশ না দিয়ে দোকান বন্ধ অবস্থায় বুলডোজার চালিয়ে দোকান ভাঙা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন বাদশা।
কাউন্সিলর আরও বলেন, ‘কোনও নোটিশ, অর্ডার ছাড়া গরিব মানুষদের দোকান ভাঙা হয়েছে। আমি এঁদের পাশে আছি। এঁরা সবাই সক্রিয় তৃণমূল কর্মী। এরা তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতায়। পাশাপাশি তিনি বলেন,আবার এখানেই দোকান হবে।’ এ ব্যাপারে বিধায়ক খোকন দাস বলেন, ‘উন্নয়ন কি হয়েছে তা জনগন দেখছে। ভোট কমে কমবে,রাস্তা দখল করে ব্যবসা করতে দেব না।’