বাঁকুড়া পুলিশের তরফ থেকে পণ্যবাহী যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাত্রীবাহী যানবাহন (বাস) কিছু সমন্বয় সহ ব্যারেজ সড়ক দিয়ে চলাচল করতে দেওয়া হবে। ছোট যাত্রীবাহী যানবাহনগুলিকে ব্যারেজের নিচের দিকে নির্মিত অস্থায়ী রাস্তা দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই পুলিশের সূত্রে জানা গিয়েছে, পূর্ণাঙ্গ মহড়া/ট্রায়াল শেষ হয়েছে।
advertisement
এছাড়াও পণ্যবাহী যানবাহনগুলিকে পার্শ্ববর্তী জেলা এবং জেলার মধ্যে থেকেও ঘুরিয়ে দেওয়া হবে। বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে ব্যারাজ সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সেই অনুযায়ী পরিকল্পনা করার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া জেলা পুলিশ। যাত্রীদের অসুবিধা কমাতে, ব্যারেজ সংলগ্ন এলাকায় পুলিশ মোতায়েন থাকছে। দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যাত্রা করার আগে দেখে নিন কোন বিষয়বস্তুগুলি মাথায় রাখতে হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
- দুর্গাপুর ব্যারেজে যানবাহন চলাচল প্রায় বন্ধ, চলছে শুধুমাত্র বাস ও অ্যাম্বুলেন্স।
- ছোট চার চাকা গাড়ি, কমার্শিয়াল গাড়ি, বাইক ঘুরিয়ে দেওয়া হচ্ছে অস্থায়ী রাস্তা দিয়ে।
- অস্থায়ী রাস্তা দিয়ে পরীক্ষামূলক ভাবে চলানো হচ্ছে যানবাহন। রয়েছে কিছু অসঙ্গতি।
- অস্থায়ী রাস্তার মিডিলে বয়ে যাচ্ছে নদীর জল, তাই ঢালাই ব্লক নির্মিত রাস্তার মাঝে বালি পাথর সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। যা যানবাহন চলাচলের ক্ষেত্রে কষ্টকর ও বিপদজনক।
- দুই চাকা গাড়ি চলাচলের ক্ষেত্রে কষ্টকর ও বিপদজনক। রয়েছে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাত্রিকালীন চলাচলে হতে পারে সমস্যা।
- সুষ্ঠভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ ও সিভিক ভলান্টিয়ার।
নীলাঞ্জন ব্যানার্জী






