TRENDING:

Durga Puja: ছেলেরা সাবধান! এবার পুজোয় মেয়েদের সঙ্গে এই কাজটি করলেই বিরাট বিপদ! সঙ্গে সঙ্গেই কী ঘটবে জানেন?

Last Updated:

Durga Puja: অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ লাইনে সোমবার অনুষ্ঠিত হল এই পুলিশ দিবস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী হবে এবার পুজোয়?
কী হবে এবার পুজোয়?
advertisement

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: বাঁকুড়ায় ট্রাফিক পুলিশের কাছে দেখা যাবে বুলেট মোটরসাইকেলপুজোতে টোন টিটকিরি করা ছেলেমেয়েদের সামলাবে পুলিশের একটি বিশেষ ফোর্স, এছাড়াও মহিলা পুলিশদের জন্য রয়েছে একটি দারুণ খবর!

advertisement

সেপ্টেম্বর রাজ্যজুড়ে পালিত হয় পুলিশ দিবসমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবছর এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। সেই মোতাবেক অন্যান্য জেলার পাশাপাশি বাঁকুড়া জেলা পুলিশ লাইনে সোমবার অনুষ্ঠিত হল এই পুলিশ দিবস।

advertisement

আরও পড়ুন: মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী, ঠিক তখনই ইজরায়েলের বিমান হামলা! মুহূর্তে মৃত্যু প্রায় গোটা মন্ত্রিসভার! কোন দেশে, কীভাবে এই হামলা চালাল ইজরায়েল জানেন? চমকে উঠবেন শুনে

এদিন হুগলি জেলা জুড়েও সাড়ম্বরে পালিত হল পুলিশ দিবস। চন্দননগর কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশ এর উদ্যোগে সাড়ম্বরে পুলিশ দিবস পালন করা হয়। সোমবার জেলা সদরে চুঁচুড়া থানা এবং ট্রাফিক বিভাগের তরফে বর্ণাঢ্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার সামনেই ছিল পুলিশের বাইকপ্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশ গ্রহণ করে একাধিক স্কুলের ছাত্র ছাত্রীরা। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড। কোন স্কুল থেকে পড়ুয়ারা এসেছে, সেইসব স্কুলের নাম লেখা ছিল পোস্টারে। সঙ্গে লেখা ছিল, পুলিশের নানা সতর্কতাবাণী

advertisement

এদিকে, শিলাবতী নদীর জল কমতে শুরু করলেও ঘাটালের বেশ কয়েকটি এলাকা এখনও জলবন্দিনীচু অঞ্চলগুলিতে মানুষের চলাফেরা এখনও ডিঙি কিংবা নৌকার উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে পুজোর আগে আশার আলো নিয়ে পাশে দাঁড়াল জেলা পুলিশপুলিশ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ঘাটালের বন্যা দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। প্রশাসনের দাবি, প্রায় দশ হাজার মানুষের কাছে পৌঁছেছে এই সাহায্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: ছেলেরা সাবধান! এবার পুজোয় মেয়েদের সঙ্গে এই কাজটি করলেই বিরাট বিপদ! সঙ্গে সঙ্গেই কী ঘটবে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল