Israel Yemen News: মন্ত্রিসভা নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী, ঠিক তখনই ইজরায়েলের বিমান হামলা! মুহূর্তে মৃত্যু প্রায় গোটা মন্ত্রিসভার! কোন দেশে, কীভাবে এই হামলা চালাল ইজরায়েল জানেন? চমকে উঠবেন শুনে

Last Updated:
Israel Yemen News: হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের অগাস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল-রাহাওয়ি। সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
1/8
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি সরকার। গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইজরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। গত শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য জানিয়েছে।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইজরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি সরকার। গত বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইজরায়েল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। গত শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য জানিয়েছে।
advertisement
2/8
হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের অগাস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল-রাহাওয়ি। সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ জানিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও হামলায় হুথিদের পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী এবং সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী নিহত হয়েছেন।
হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ২০২৪ সালের অগাস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল-রাহাওয়ি। সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এই হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ জানিয়েছে, প্রধানমন্ত্রী ছাড়াও হামলায় হুথিদের পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী এবং সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী নিহত হয়েছেন।
advertisement
3/8
আহমেদ আল-রাহাওয়িকে এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সরকারের প্রকৃত নেতা ছিলেন উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ মিফতাহ। তাকে শনিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছে। রাহাওয়িকে মূলত আলঙ্কারিক প্রধান হিসেবে দেখা হত। তিনি হুথি নেতৃত্বের শীর্ষ পর্যায়ের অংশ ছিলেন না।
আহমেদ আল-রাহাওয়িকে এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সরকারের প্রকৃত নেতা ছিলেন উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ মিফতাহ। তাকে শনিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছে। রাহাওয়িকে মূলত আলঙ্কারিক প্রধান হিসেবে দেখা হত। তিনি হুথি নেতৃত্বের শীর্ষ পর্যায়ের অংশ ছিলেন না।
advertisement
4/8
গত এক দশক ধরে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে আসছে হুথিরা। ২০২৩ সালের অক্টোবরে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিরা প্যালেস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে।
গত এক দশক ধরে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে আসছে হুথিরা। ২০২৩ সালের অক্টোবরে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিরা প্যালেস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে।
advertisement
5/8
তারা প্রায়শই ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। সে সবের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। জবাবে ইজরায়েলও হোদেইদা বন্দরসহ ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে।
তারা প্রায়শই ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। সে সবের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। জবাবে ইজরায়েলও হোদেইদা বন্দরসহ ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে।
advertisement
6/8
গত এক বছরে ইজরায়েল হামাস ও তাদের লেবানিজ বন্ধু হেজবুল্লাহর শীর্ষ নেতা ও কমান্ডারদের লক্ষ্য করে একাধিক গুপ্তহত্যা চালিয়েছে। এতে উভয় গোষ্ঠীই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। শনিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই হামলা হুথিদের জন্য একটি 'চরম আঘাত'। তিনি আরও বলেন, 'এ তো কেবল শুরু।'
গত এক বছরে ইজরায়েল হামাস ও তাদের লেবানিজ বন্ধু হেজবুল্লাহর শীর্ষ নেতা ও কমান্ডারদের লক্ষ্য করে একাধিক গুপ্তহত্যা চালিয়েছে। এতে উভয় গোষ্ঠীই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। শনিবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই হামলা হুথিদের জন্য একটি 'চরম আঘাত'। তিনি আরও বলেন, 'এ তো কেবল শুরু।'
advertisement
7/8
প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই হুথি-পরিচালিত সংবাদ সংস্থা 'সাবা' প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফির বিবৃতি প্রকাশ করে। এতে তাকে উদ্ধৃত করে বলা হয়, তার গোষ্ঠী ইজরায়েলের মোকাবিলা করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই হুথি-পরিচালিত সংবাদ সংস্থা 'সাবা' প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফির বিবৃতি প্রকাশ করে। এতে তাকে উদ্ধৃত করে বলা হয়, তার গোষ্ঠী ইজরায়েলের মোকাবিলা করতে প্রস্তুত।
advertisement
8/8
হুথিদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইজরায়েলের এ ধরনের হামলা তাদেরকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না। বৃহস্পতিবারের হামলার চার দিন আগে সানায় ইজরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইজরায়েলি সেনারা জানিয়েছে, গত রবিবার তাঁরা হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল।
হুথিদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইজরায়েলের এ ধরনের হামলা তাদেরকে ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান থেকে বিরত রাখতে পারবে না। বৃহস্পতিবারের হামলার চার দিন আগে সানায় ইজরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ইজরায়েলি সেনারা জানিয়েছে, গত রবিবার তাঁরা হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদও ছিল।
advertisement
advertisement
advertisement