TRENDING:

Lakshmir Bhandar: উমার আরাধনায় সরকারি প্রকল্পই ভরসা! লক্ষ্মীর ভাণ্ডার-বার্ধক্য ভাতার টাকায় দুর্গোৎসব, মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড়

Last Updated:

Lakshmir Bhandar: প্রায় ৭০ জন মহিলা নিজের প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং ৩০ জন প্রবীণ পুরুষ নিজের বার্ধক্য ভাতা দিয়ে একসঙ্গে এই মহোৎসবে হাত মিলিয়েছেন। সরকারি প্রকল্পের টাকায় সুন্দরবনে দুর্গাপুজোর আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যাঃ লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতার টাকা দিয়ে দুর্গোৎসব। সুন্দরবনে অনন্য দৃষ্টান্ত স্থাপন। সেখানকার এক অজপাড়াগাঁয়ে ভিন্ন স্বাদের দুর্গাপুজোর আয়োজন করা হল। সরকারি প্রকল্পের টাকাই এখানে এবারের পুজোর মূল ভরসা। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান এবং প্রবীণদের বার্ধক্য ভাতার টাকায় সাজানো হয়েছে নিউ সানরাইজ সংঘের দুর্গোৎসব।
advertisement

প্রায় ৭০ জন মহিলা নিজের প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবং ৩০ জন প্রবীণ পুরুষ নিজের বার্ধক্য ভাতা দিয়ে একসঙ্গে এই মহোৎসবে হাত মিলিয়েছেন। অর্থের অভাব থাকলেও মনোভাবের দিক থেকে তাঁরা সম্পূর্ণ সমৃদ্ধ। সমাজের প্রতিটি মানুষ তাঁদের সামান্য অবদান দিয়েই যেন গড়ে তুলেছেন এক অনন্য উদাহরণ।

আরও পড়ুনঃ বাস্তবের দশভূজা! সেই জন্মদাত্রী মা আজ অবহেলার শিকার! সমাজকে সচেতন করতে জামবনীর পুজোয় অভিনব থিম

advertisement

ক্লাব সম্পাদক অলকেশ বৈদ্য জানান, “সরকারি সাহায্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এটাই আমাদের আশা। এই সহযোগিতাই আমাদের গ্রামীণ পুজোর প্রাণ।” এবারের পুজোর নেতৃত্বে রয়েছেন সভানেত্রী সুনিতা মৃধা, সম্পাদিকা সবিতা মৃধা এবং কোষাধ্যক্ষ জয়ন্তি মৃধা। তাঁদের অক্লান্ত প্রচেষ্টা এবং সরকারি সহায়তাকে সঙ্গে নিয়েই এবারের দুর্গোৎসব সুন্দরবনের বুকজুড়ে ছড়িয়ে দিয়েছে এক নতুন বার্তা- ছোট ছোট সরকারি প্রকল্পের অর্থও মানুষের উৎসবকে মহোৎসবে পরিণত করে তুলতে পারে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই আয়োজন ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। দূরদূরান্ত থেকে প্যান্ডেলে ভিড় জমছে। গ্রামীণ পরিবেশে মিলনমেলার আবহে রাতভর ঢাকের তালে মাতছেন গ্রামবাসী। এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় দোকানদার ও কারিগরেরা রোজগারেরও সুযোগ পেয়েছেন। সরকারি অনুদান ও মানুষের মিলিত প্রয়াসে সুন্দরবনের দুর্গোৎসব যেন উৎসবের পাশাপাশি সামাজিক একতা ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmir Bhandar: উমার আরাধনায় সরকারি প্রকল্পই ভরসা! লক্ষ্মীর ভাণ্ডার-বার্ধক্য ভাতার টাকায় দুর্গোৎসব, মণ্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল