TRENDING:

Durga Puja 2025: ঠাকুরদালানে বয়ে যায় ইছামতীর শারদ বাতাস, এই বনেদি পুজো সীমান্ত শহরের গর্ব

Last Updated:

Durga Puja 2025: জেনারেল শংকর রায়চৌধুরীর বাড়ির সঙ্গে রয়েছে একটি প্রাচীন ঠাকুরদালানও। এখানেই বংশপরম্পরায় কুমোররা প্রতিমা গড়ে আসছেন। দেবীর মূর্তি গড়া থেকে রং মাখানো পর্যন্ত প্রতিটি ধাপ চলে কাপড়ের আড়ালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টাকি, জুলফিকার মোল্যা: জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পুজো— টাকির ঐতিহ্যের উত্তরাধিকার। ভারত–বাংলাদেশ সীমান্ত ঘেঁষা টাকি শহর যেন ইতিহাসের এক খোলা বই। জমিদার বাড়ি, প্রাচীন মন্দির আর নদীঘেরা প্রাচীন সভ্যতার ছাপ টাকি শহরের প্রতিটি কোণায় মেলে। ইছামতীর পাড়ের এই শহরে দাঁড়িয়ে আছে ভারতের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পূর্বপুরুষের বাড়ি। সেই বাড়িতেই আজও ধুমধাম করে হয় দুর্গাপূজা, যা কয়েকশো বছরের প্রাচীন।
advertisement

কথিত আছে, জমিদার কেদার রায়চৌধুরীর হাত ধরেই এই পুজোর সূচনা। একসময় এখানে ছাগল বলি দেওয়ার রীতি ছিল, যা এখন প্রতীকী আকারে কুমড়ো বলিতে পরিণত হয়েছে। পুজোকে ঘিরে আজও স্থানীয় মানুষের আবেগ অটুট। টাকি ভ্রমণে আসা পর্যটকেরাও অবশ্যই ঘুরে যান এই ঐতিহ্যবাহী প্রাসাদসম বাড়িটি দেখতে। স্থানীয় বাসিন্দাদের মতে, স্বাধীনতার আগে ওপার বাংলার অসংখ্য মানুষ ইছামতী পেরিয়ে টাকিতে আসতেন শুধুমাত্র এই দুর্গাপূজা দেখার জন্য। সীমান্তের কাঁটাতারের বেড়া সে পথ বন্ধ করে দিয়েছে, তবে স্মৃতিতে এখনও টিকে আছে সেই মেলবন্ধন।

advertisement

আরও পড়ুন : সাক্ষী বহতা আত্রেয়ী, বালুরঘাটে সাহাবাড়ির ঠাকুরদালানে ১৮৫ বছর ধরে পূজিতা দশভুজা

জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সঙ্গে রয়েছে একটি প্রাচীন ঠাকুরদালানও। এখানেই বংশপরম্পরায় কুমোররা প্রতিমা গড়ে আসছেন। দেবীর মূর্তি গড়া থেকে রং মাখানো পর্যন্ত প্রতিটি ধাপ চলে কাপড়ের আড়ালে। পূর্ণ রূপে প্রতিমা দর্শন মেলে কেবল পঞ্চমীর দিন, আর সেখান থেকেই শুরু হয় জমকালো উৎসব। ইতিহাস, ঐতিহ্য আর আবেগে ভরপুর টাকির এই পুজো শুধু একটি পরিবারের নয়, সমগ্র সীমান্ত শহরের গর্ব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ঠাকুরদালানে বয়ে যায় ইছামতীর শারদ বাতাস, এই বনেদি পুজো সীমান্ত শহরের গর্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল