নন্দকুমার: পঞ্চমীতে নন্দকুমারের একটি পুজোয় মর্মান্তিক ঘটনা। মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের কাজ করতে করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও একজন। অপটু হাতে তাঁরা ১১ হাজার ভোল্টের তার সরাচ্ছিলেন অ্যালুমিনিয়ামের মই দিয়ে। স্থানীয়দের এমনই দাবি।
advertisement
তড়িঘড়ি দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের পুয়াদায়। সেখানে ১৮ বছর ধরে পুজো করে আসছে ‘পুয়াদা রৌদ্রছায়া ক্লাব’। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। চিকিৎসাধীন আরও এক।
আরও পড়ুন: এবার ইজরায়েলের টার্গেট পাকিস্তান! পাক জাহাজে হামলা ইজরায়েলের! যা ঘটল, শুনে চমকে উঠবেন
এই মর্মান্তিক ঘটনার পরই এ বছরের মতো পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাবের তরফে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের পুয়াদায়। জানা গিয়েছে, শনিবার, ২৭ সেপ্টেম্বর পঞ্চমীর দিনে দুপুরে পুজোর সম্পাদক দিলীপ সামন্ত (৪৬) এবং ক্লাবের অন্য এক সদস্য সুখদেব দাস (৩৩) পুজো মণ্ডপের সামনে থাকা একটি তার সরানোর জন্য অ্যালুমিনিয়ামের মই বেয়ে ওঠেন।
সেই সময়েই তড়িদাহত হয়ে ছিটকে পড়েন তাঁরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে ব্যবত্তার হাট এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তমলুকের নিমতৌড়িতে একটি নার্সিংহোম নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সুখদেবকে মৃত বলে ঘোষণা করেন। ক্লাবের সম্পাদক দিলীপ সামন্ত এখনও চিকিৎসাধীন।