আরও পড়ুন: জ্বলেছে ঘর, পুড়েছে রোজগারের হাতিয়ার, অন্ন জোগাতে হিমশিম দলুয়াখাকির বাসিন্দারা
ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বৃষ্টি হয়েছে তাতে আমন ধানের তেমন ক্ষতি হবার কথা নয়। তবে ঝোড়ো বাতাসের কারণে যদি ধান গাছ নুয়ে যায় এবং জলে আটকে থাকে তাহলে আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। জেলার উপকূলে ঘূর্ণিঝড় সেভাবে আঘাত না আনায়ও শুক্রবার রাত্রি পর্যন্ত জেলার উপকূলবর্তী এলাকা গুলিতে কোথাও কোনো সাইক্লোন শেল্টারে বা আশ্রয় কেন্দ্রে কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি।
advertisement
এ প্রসঙ্গে এক কৃষক বলে কয়েকটা দিনের মধ্যেই ধান কেটে সে ধান গোলা তে উঠতো। আর তার মধ্যে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধান চাষের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হল আমাদের কি করব তা ভেবে উঠতে পারছিনা। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের হলেও কিছুটা প্রভাব পড়েছে এ রাজ্যে সুন্দরবন লাগোয়া উপকূল তীরবর্তী এলাকাগুলিতে।
সুমন সাহা