জানা গিয়েছে, বাড়িতে বাড়িতে পানীয় জলের কানেকশন থাকলেও ২০ দিন ধরে মিলছে না জল। আর সেই কারণেই ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় এক হাজারেরও বেশি পরিবারকে। তীব্র দাবদাহে যখন হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের তখন পানীয় জলের এমন সমস্যায় পড়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে ওই এলাকার আট থেকে আশি সকল শ্রেণীর সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: বাইক রাইডারদের মেলা! দেখাচ্ছে যেসব খেলা, ভিডিও দেখলে ঘুম উড়ে যাবে আপনারও
বাসিন্দাদের অভিযোগ, গ্রামে গ্রামে নলকূপ থাকলেও সেই নলকূপ একবার খারাপ হলে তা সারাবার কোন উদ্যোগ নেয় না স্থানীয় পঞ্চায়েত। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান ও পিএইচই দফতরে একাধিক বার জানিয়েও হচ্ছে না সুরাহা। ফলে প্রতিবাদে পথে নেমেছেন ইতিমধ্যেই গ্রামের বাসিন্দারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষজনের অভিযোগ, যে টাইম কল আছে, সেই টাইম কলেও নিয়মিত জল আসে না। যার ফলে এলাকার মানুষকে জল সংগ্রহের জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হয়। প্রশাসনকে বার বার জানানো সত্ত্বেও পানীয় জল সমস্যার সমাধানের জন্য দেওয়া হয়নি কোন পদক্ষেপ। এইভাবে চলতে থাকে আগামী গ্রীষ্মে জলের জন্য আরও হাহাকার তৈরি হবে। তবে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, পিএইচই দফতরকে জানানো হয়েছে অবিলম্বে সুরাহা মিলবে।
কৌশিক অধিকারী





