যেসব সরকারি জায়গা দীর্ঘ দিন ধরে দখল হয়ে রয়েছে সেই সমস্ত জায়গা দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে পূর্ত দফতর। ইতিমধ্যেই বর্ধমানের তেলিপুকুর থেকে রায়নার বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দু ধারে সম্প্রসারণের জন্য দখলদার মুক্ত করার কাজে হাত লাগিয়েছে পূর্ত দফতর। মাইকিং করে সমস্ত দখলদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত সামগ্ৰী সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি না করলে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে পূর্ত দপ্তরের তরফ থেকে।
advertisement
প্রশাসনিক নির্দেশ মেনেই এবার দখলদাররা নিজেদের সমস্ত সামগ্রী সরিয়ে নেওয়ার কাজ শুরু করলেন জোর কদমে। মঙ্গলবার সকাল থেকেই বর্ধমানের তেলিপুকুর থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত রাস্তার দু পাশে থাকা দখলদাররা নিজেদের সামগ্রী যেমন সরিয়ে নেন। পাশাপাশি এতোদিন যে সমস্ত নির্মাণ কাজ করা ছিল সেই সমস্ত নির্মাণ কাজও ভেঙে ফেলছেন নিজেদের উদ্যোগেই। পলেমপুর সহ পার্শ্ববর্তী এলাকায় রাস্তার ধারে যে সমস্ত ব্যবসায়ীরা দিনের পর দিন, বছরের পর বছর ব্যবসা করছিলেন তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে নিজেদের দোকান সামগ্রী সরিয়ে নিচ্ছেন।পাশাপাশি ঘর ভাঙার কাজে হাত লাগিয়েছেন তাঁরা।
প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা করে তাঁরাও চাইছেন উন্নয়ন হোক। রাস্তা সম্প্রসারিত হোক। তবে কাজ সম্পন্ন হলে তাঁদের যাতে পুনর্বাসন দেওয়া হয় বা যে সময়ে কাজ চলবে সেই সময়কালে ব্যবসার জন্য তাঁরা নির্দিষ্ট কোনও স্থানে যদি বসতে পারেন তারও দাবি করছেন স্থানীয় এলাকার ব্যবসায়ীরা।
এই রাস্তার ধারে বিগত পাঁচ দশক বা ছয় দশক সময় ধরে ব্যবসা করছেন এমন অনেক ব্যবসায়ী রয়েছেন। রাস্তা সম্প্রসারণের জন্য তাঁদের সরে যেতে বলা হয়েছে। তাঁরা এরপর কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন তাঁরা।