উদ্ধারের পর কেটে গিয়েছে দু-দিনের বেশি। এখনও আমডাঙার উত্তর বোদাই গ্রামে মেলা কঙ্কাল নিয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি। কঙ্কালটি কোন প্রাণীর, তা জানতে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কঙ্কালটি পাঠানো হচ্ছে।
নিউজ18 বাংলায় অবশ্য সোমবারই সেই ইঙ্গিত দিয়েছিলেন জেলা প্রাণী সম্পদ বিকাশ দফতরের আধিকারিক। বিশেষজ্ঞ সংস্থায় পরীক্ষা হলে কঙ্কালের ব্যাপারে যাবতীয় তথ্য মিলবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব৷ বয়স জানতে দাঁত ও হাড়ের নমুনা পরীক্ষা হতে পারে৷ কীভাবে মৃত্যু জানতে ট্যাক্সোনমি হবে৷
advertisement
রবিবার আমডাঙার উত্তর বোদাই গ্রামে কঙ্কালের খোঁজ মিলেছিল। পুলিশ সেটি উদ্ধার করার আগেই বিভিন্ন অংশ গ্রামবাসীরা খুলে নেন বলে অভিযোগ। প্রাণী সম্পদ দফতর তৎপরতা দেখালে এমনটা হত না বলেই মত প্রাণীবিদদের।
উত্তর বোদাইয়ের বাড়িতে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কঙ্কালের দেহাবশেষ। কেন দফতরের কর্তারা ঘটনাস্থলে গেলেন না, সেই প্রশ্নও উঠছে৷
জুওলজিক্যাল সার্ভের পরীক্ষায় সব ধোঁয়াশা কাটার আশা। স্পষ্ট কবে, কত বছর আগের, কোন প্রাণীর কঙ্কাল পড়ে ছিল উত্তর বোদাইয়ের ওই বাড়িতে।