TRENDING:

‘এবার কুকুরের মাংসও খাওয়া শুরু করুন স্বাস্থ্য ভাল থাকবে’, গোমাংস নিয়ে বুদ্ধিজীবীদের উদ্দেশে দিলীপের মন্তব্য

Last Updated:

বুদ্ধিজীবীরা গরুর মাংস খেলে তাদের কুকুরের মাংসও খাওয়া উচিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরুর দুধে সোনা’ মন্তব্যের জের কাটতে না কাটতেই ফের বুদ্ধিজীবীদের বিতর্কিত টিপ্পনি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ৷ বুদ্ধিজীবীরা গরুর মাংস খেলে তাদের কুকুরের মাংসও খাওয়া উচিত ৷ বর্ধমানের জনসভায় এমনই দাবি করে ফের বিতর্কে বিজেপি নেতা ৷
advertisement

বর্ধমানে গোপাষ্টমী উপলক্ষে গাভি কল্যাণ সমিতির আয়োজিত অনুষ্ঠানে এসে সংবাদসংস্থা ANI-কে দিলীপ ঘোষ বলেন, ‘গরু আমাদের মা। গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। সুতরাং কেউ যদি আমার মায়ের সঙ্গে অপব্যবহার করে, আমি তাকে সেই শিক্ষাই দেব যা তার পাওয়া উচিত। ভারতের পবিত্র ভূমিতে গো-হত্যা ও গরুর মাংস খাওয়া মহা অপরাধ।’ এই প্রসঙ্গেই বিজেপি নেতার বক্তব্যের নিশানায় বিদ্বজনেরা ৷ তিনি বলেন, ‘বেশ কিছু বুদ্ধিজীবী আছেন, যারা রাস্তায় দাঁড়িয়েই গোমাংস খান ৷ তাদেরকে আমার বলার যে শুধু গরু কেন আপনারা কুকুরের মাংসও খান ৷ আপনাদের এমনই স্বাস্থ্য যে শুধু গরু কেন কুকুরের মাংস খেলেও আপনাদের শরীর ভাল থাকবে ৷’

advertisement

এর আগে একই জনসভা থেকে দিলীপ ঘোষ দাবি করেন, ‘গরুর দুধে সোনা থাকে ৷ তাই দুধের রঙ হলুদ ৷ আমাদের দেশী গাভির পিঠের কুঁজে স্বর্ণনালী থাকে। সূর্যের আলো পরলে সেখান থেকে সোনা তৈরি হয়।’ বিজেপির রাজ্য সভাপতির মতে, ‘বিদেশি গরু হাম্বা হাম্বা বলে ডাকে না। তাই, তারা গোমাতা নয়। তারা আন্টি গোরু।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘এবার কুকুরের মাংসও খাওয়া শুরু করুন স্বাস্থ্য ভাল থাকবে’, গোমাংস নিয়ে বুদ্ধিজীবীদের উদ্দেশে দিলীপের মন্তব্য