সোমবার সকাল ৬টা থেকে নুরপুর গেঁওয়াখালি ও নুরপুর গাদিয়াড়া ফেরি সার্ভিস চালু করা হয়। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ৩ জেলার নিত্যযাত্রীদের। অন্যদিকে ধসে যাওয়া নদী বাঁধ ও ভেঙে যাওয়া জেটি মেরামতের কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার নিত্য যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই বিকল্প জেটি থেকে অস্থায়ীভাবে ফেরি পরিষেবা শুরু করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে খুশি নিত্য যাত্রীরা।
advertisement
দিন কয়েক আগে নুরপুর জেটিঘাটের কাছে প্রথম ফাটল দেখা যায়। এই ঘটনায় স্থানীয়রা বিচলিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে সেই ফাটল মেরামতের কাজ শুরু হয়। কিন্তু সময়ের সঙ্গে বাড়তে থাকে ফাটল। এই ঘটনার খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদারও আশ্বাস দিয়েছিলেন, জেটিঘাট সংস্কারের।