TRENDING:

প্রশাসনের তৎপরতায় এক সপ্তাহের মধ্যে নুরপুরে চালু হল বিকল্প ফেরি পরিষেবা! স্বস্তিতে ৩ জেলার মানুষ

Last Updated:

Ferry Service: সোমবার সকাল ৬টা থেকে নুরপুর গেঁওয়াখালি ও নুরপুর গাদিয়াড়া ফেরি সার্ভিস চালু করা হয়। এর ফলে স্বস্তির নিঃশ্বাস হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা ৩ জেলার নিত্যযাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা, আনিশ উদ্দিন মোল্লা: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের নুরপুরে নদী বাঁধ ধসে ফেরি পরিষেবার জেটি ভেঙে নদীতে তলিয়ে গিয়েছিল। যার ফলে নুরপুর-গেঁওয়াখালি-গাদিয়াড়া ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের মধ্যে ফের চালু হল পরিষেবা। বিকল্প জায়গা থেকে অস্থায়ীভাবে ফেরি সার্ভিস চালু করল স্থানীয় প্রশাসন।
নুরপুরে চালু হল বিকল্প ফেরি পরিষেবা
নুরপুরে চালু হল বিকল্প ফেরি পরিষেবা
advertisement

সোমবার সকাল ৬টা থেকে নুরপুর গেঁওয়াখালি ও নুরপুর গাদিয়াড়া ফেরি সার্ভিস চালু করা হয়। এর ফলে স্বস্তির নিঃশ্বাস ৩ জেলার নিত্যযাত্রীদের। অন্যদিকে ধসে যাওয়া নদী বাঁধ ও ভেঙে যাওয়া জেটি মেরামতের কাজও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার নিত্য যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই বিকল্প জেটি থেকে অস্থায়ীভাবে ফেরি পরিষেবা শুরু করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে খুশি নিত্য যাত্রীরা।

advertisement

আরও পড়ুনঃ নেপালের পরিস্থিতি ঠাণ্ডা হলেও কেন বন্ধ পানিট্যাঙ্কি সীমান্ত? সাংসদ রাজু বিস্তার এক নির্দেশে তৎপর BSF, খুশিতে ডগমগ ব্যবসায়ীরা

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

দিন কয়েক আগে নুরপুর জেটিঘাটের কাছে প্রথম ফাটল দেখা যায়‌‌। এই ঘটনায় স্থানীয়রা বিচলিত হয়ে পড়েন। প্রাথমিকভাবে সেই ফাটল মেরামতের কাজ শুরু হয়। কিন্তু সময়ের সঙ্গে বাড়তে থাকে ফাটল। এই ঘটনার খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদারও আশ্বাস দিয়েছিলেন, জেটিঘাট সংস্কারের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রশাসনের তৎপরতায় এক সপ্তাহের মধ্যে নুরপুরে চালু হল বিকল্প ফেরি পরিষেবা! স্বস্তিতে ৩ জেলার মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল