TRENDING:

মেখলাকে কটূক্তি-হেনস্থার অভিযোগ অস্বীকার দাঁতন থানার আইসি-র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দাঁতন: থানা চত্ত্বরে পুলিশের অনুষ্ঠান। সেখানেই শিল্পীকে হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় পুলিশেরই একাংশ। যদিও দাঁতন থানার আইসি, শিল্পী মেখলা দাশগুপ্তর অভিযোগ মানতে নারাজ।
advertisement

রিয়্যালিটি শো খ্যাত সঙ্গীত শিল্পী মেখলা দাশগুপ্ত। শনিবার গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর। দাঁতন থানার কালীপুজো উপলক্ষে পুলিশের আয়োজিত জলসায় গান গাইতে। অভিযোগ, সেখানেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়।

মেখলার অভিযোগ, ‘‘ আমাকে শুধু বলা হচ্ছিল ‘লায়লা মে লায়লা’, ‘দো ঘুঁট মুঝেভি পিলাদে শরাবি’র মতো গান গাইতে। আয়োজক ড্রিঙ্ক করেছিলেন। সিং নেই তবু নাম তার সিংহের সঙ্গে নাচতে পারছিলেন না। আমাকে বলছিল, আমরা কম্পিটিশনের গান শুনতে আসিনি। চাইছিলেন লায়লা মে লায়লা, দো ঘুট, মুংরা এ সব গাই। শুধু গাইব না, ওদের কাছে গিয়ে নাচবও..৷ ’’

advertisement

পুলিশের অনুষ্ঠানে গিয়ে এমন অভিজ্ঞতা হবে, কল্পনাও করতে পারেননি মেখলা। থানা কম্পাউন্ডের মধ‍্যে প্রোগ্রাম। কয়েকজন কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা খালি বলছিল, তারা যা বলবে তাই গাইতে হবে। বাকি দর্শকদের অনুরোধে গান গাইলে হবে না ৷

দাঁতন থেকে ফেরার সময় গাড়িতে বসেই প্রথম ফেসবুকে লাইভ করেন মেখলা। তখন তাঁর চোখেমুখে আতঙ্ক। অভিযোগের আঙুল তোলেন থানার পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজকের দিকে। দাঁতন থানার আইসি সুব্রত মজুমদার অবশ্য হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব‍্য, মেখলার কোনও অভিযোগ থাকলে পুলিশকে জানান। সেই মতো ব‍্যবস্থা নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মেখলার ফেসবুক লাইভ অবশ‍্য ভাইরাল হয়েছে। ফেসবুকে মেখলা যা যা অভিযোগ করেছেন তার ভিত্তিতে কেন পুলিশ কোনও ব‍্যবস্থা নিচ্ছে না ? এই প্রশ্নই উঠছে এখন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেখলাকে কটূক্তি-হেনস্থার অভিযোগ অস্বীকার দাঁতন থানার আইসি-র